For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বতেন্তর কুমার, ইন্টার্ন যৌন হেনস্থা কাণ্ডে ফের কাঠগড়ায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি

Google Oneindia Bengali News

স্বতেন্তর কুমার, ইন্টার্ন যৌন হেনস্থা কাণ্ডে ফের কাঠগড়ায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি
নয়াদিল্লি, ১১ জানুয়ারি : ফের ইন্টার্নকে যৌন হেনস্থা কাণ্ডে কাঠগড়ায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। অশোক গঙ্গোপাধ্যায়ের পর এবার স্বতেন্তর কুমার। কলকাতার ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস-এর প্রাক্তন ছাত্রী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পি সদাশিবমের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন ইন্টার্ন হিসাবে কাজ করার সময় স্বতন্ত্র কুমার তাঁকে যৌন হেনস্থা করেন।

বর্তমানে জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারপার্সন স্বতেন্তর কুমার

ওই অভিযোগে মহিলা জানিয়েছেন," যে আচরণ স্বতেন্তর কুমার তাঁর সঙ্গে করেছিলেন তা যৌন ইঙ্গিতপূর্ণ ছিল। পিঠের নিচের অংশে হাত দিয়ে উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি শহরের বাইরে সফরে ও হোটেলে থাকাতে স্বচ্ছন্দ কি না।"

ওই ঘটনার সময় তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন। বর্তমানে জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারপার্সন স্বতেন্তর কুমার।

অতিরিক্ত সলিসিটর জেনারেল ইন্দিরা জয়সিং বলেছেন,কর্মক্ষেত্রে যৌন হেনস্থার ঘটনা এটি। অভিযোগে বলা হয়েছে, ঘটনাটি ২০১১ সালে মে মাসে ঘটেছিল। তবে শীর্ষ আদালত বিষয়টির তদন্ত করলে তা সামাজিকভাবে ইতিবাচক হবে বলে মনে করছেন ইন্দিরা জয়সিং।

এই ঘটনায় এতটাই বিধ্বস্ত হয়ে পড়েন যে মাঝ পথেই ইন্টার্নশিপ তাঁকে ছাড়তে হয় বলেও অভিযোগ জানান অভিযোগকারিনী। অশোক গঙ্গোপাধ্যায়ের পর স্বতেন্তর কুমার। পরপর এই দুটি ঘটনা কাজের জায়গায় মহিলাদের নিরাপত্তা নিয়ে যে নতুন করে প্রশ্ন তুলে দিল তা বলাই বাহুল্য।

English summary
Former SC judge Swatanter Kumar named in sexual harassment case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X