For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের প্রথম 'লোকপাল' হতে চলেছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকী ঘোষ

দেশ পেতে চলেছে প্রথম লোকপাল। এবার দেশের প্রথম লোকপাল হতে চলেছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকী ঘোষ।

  • |
Google Oneindia Bengali News

দেশ পেতে চলেছে প্রথম লোকপাল। এবার দেশের প্রথম লোকপাল হতে চলেছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষ। ইতিমধ্যেই সিলেকশন কমিটির মিটিং এ বিচারপতি ঘোষের নাম উঠে আসে। সেই মিটিং এ হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের চিফ জাস্টিস সহ অনেকে। বৈঠকে আমন্ত্রণ জানানো হয় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গেকে। যদিও তিনি সেই আমন্ত্রণ ফিরিয়ে দেন।

দেশের প্রথম লোকপাল হতে চলেছেন এক বাঙালি! নাম ঘোষণা শিঘ্রই

উল্লেখ্য, জাস্টিস ঘোষের নাম সার্চ কমিটির তরফে পেশ করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই তিনি দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। প্রসঙ্গত, জাস্টিস ঘোষ ২০০৭ সালে অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি জাতীয় মানাবাধিকর কমিশনের সদস্য।

উল্লেখ্য, দেশের কোণে কোণে থেকে যাওয়া আমলাতন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে ৫ বছর আগেই লোকপাল অ্যাক্ট নিয়ে সিদ্ধান্ত হয়। আর সেই সিদ্ধান্ত অনুযায়ী এবার দেশ পেতে চলেছে প্রথম লোকপাল। যিনি একজন বাঙালিও বটে! দেশরে বিভিনিন দিকে ছড়িয়ে থাকা দুর্নীতির বিষয়ে যেমন বিচারের ক্ষমতা থাকবে লোকপালের হাতে,তেমনই বহু সাংসদ, নেতা,মন্ত্রীদের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের ব্যবস্থাও থাকবে লোকপালের আওতায়।

English summary
Former SC Judge PC Ghose Likely to Be India's First Lokpal, Official Announcement Soon.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X