For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুলের সমর্থনে সরব হলেন 'মৌনমোহন', যা-যা বললেন মোদী সরকার নিয়ে

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর মতে মোদী সরকার যে ভাবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে শেষ করে দিতে চাইছে তাতে আজ দেশের গনতন্ত্র বিপন্ন, অবস্থা পাল্টাতে দরকার রাহুল গান্ধীকে।

  • By Amartya Lahiri
  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁকে 'মৌনমোহন' বলে কটাক্ষ করত বিজেপি। সেই মনমোহন সিং-ই 'জন আক্রোশ মিছিল' থেকে কংগ্রেস দল ও তার প্রেসিডেন্ট রাহুল গান্ধীর হয়ে সওয়াল করলেন, বললেন মোদি সরকার যেভাবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে শেষ করে দিতে চাইছে তাতে আজ দেশের গণতন্ত্র বিপন্ন।

রাহুলের সমর্থনে সরব হলেন মৌনমোহন, যা-যা বললেন মোদী সরকার নিয়ে

কিছুটা স্বভাববিরোধী ভাবেই এদিন রামলীলা ময়দানের সভায় মোদি-সরকারের বিরুদ্ধে সার্বিক আক্রমণের রাস্তায় গিয়েছেন প্রাক্তন এই প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'ক্ষমতায় আসার আগে তারা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা রাখতে ব্যর্থ হয়েছে এই সরকার। এবার সময় এসেছে জনতার কাছে জবাবদিহি করার।' দেশে বাড়তে থাকা হিংসার ঘটনার জন্য়ও পরোক্ষে বর্তমান সরকারের কুশাসনই দায়ী বলে দাবি করেছেন তিনি। তাঁর মতে গত চার বছরে ভারতে সমাজের সর্বস্তরের মানুষের মনে ক্ষোভ জমেছে। কারণ এই সরকার মানুষকে প্রয়োজনীয় সুরক্ষা দিতে ব্যর্থ। দেশের মানুষ এক রকমের নিরাপত্তাহীনতায় ভুগছে। কাজের সুযোগ ক্রমশঃ কমছে। যুব সমাজে যা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। সারা দেশ হতাশার কবলে চলে যাচ্ছে। আইন শৃঙ্খলা বলে কিছু অবশিষ্ট নেই। সংখ্যালঘু, দলিত, নারীদের ওপর অত্যাচার প্রতিদিন বাড়ছে। কিন্তু তা নিয়ে মোদী সরকারের কোনও হেলদোল নেই।

তিনি বলেন, 'যেভাবে এই সরকার চলছে তাতে দেশে আর গণতন্ত্র বলে কিছু থাকবে না। গত কয়েকদিনে সংসদে যা হয়েছে সবাই দেখেছেন।' সরকারের তরফে যেনতেন প্রকারে বিরোধীদের অনাস্থা প্রস্তাব আটকানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এভাবে সংসদকে অচল করে দেওয়া হলে গণতন্ত্র আর টিকবে না বলে জানান তিনি। বলেন, 'গণতন্ত্র ভারতের সংবিধানের প্রদত্ত উপহার, সবার উচিত তাকে মজবুত করার চেষ্টা করা। আজ এমন একটা পরিবেশ তৈরি করা হচ্ছে যেখানে প্রতিদিন অপমান করা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে। যেভাবে সংসদকে কাজ করতে দেওয়া হচ্ছে না, যেভাবে আলোচনা ছাড়াই বাজেট পাশ করা হচ্ছে, তাতে গণতন্ত্রেরই ক্ষতি হচ্ছে।'

নীরব মোদি কান্ড নিয়েও এদিন সরব হয়েছেন এই বিশ্ববরেণ্য় অর্থনীতিবিদ। তিনি স্পষ্টভাবেই জানান, 'এভাবেই আমাদের ব্যাঙ্কগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।' আর এ সবের থেকে মুক্তির পথ? তিনি বলেন, 'সময় এসেছে দেশকে এগিয়ে নিয়ে যেতে রাহুল গান্ধীকে সমর্থন করার।'

English summary
Former Prime Minister Manmohan Singh on Sunday sought support for the Congress and its president Rahul Gandhi, saying the democracy of the country is in danger.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X