For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আরএসএস প্রতিষ্ঠাতা ভারত মাতার মহান সন্তান' নতুন মন্তব্যে নয়া বিতর্কে প্রণব মুখোপাধ্যায়

আরএসএস এর আমন্ত্রণে সংঘের নাগপুরের হেড কোয়ার্টারে পৌঁছে ভাষণ শুরুর আগেই নয়া বিতর্কের আমদানি করলেন প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রাক্তন কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

আরএসএস এর আমন্ত্রণে সংঘের নাগপুরের হেড কোয়ার্টারে পৌঁছে ভাষণ শুরুর আগেই নয়া বিতর্কের আমদানি করলেন প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রাক্তন কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়। এমনিতেই গত কয়েকদিনে তাঁর আরএসএসের অনুষ্ঠানে যাওয়া নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছে। এদিন মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও বাবার বিরুদ্ধেই মুখ খুলে সমালোচনা করেন।

আরএসএস হে়ড অফিসে নতুন বিতর্কে প্রণব মুখোপাধ্যায়

তারপরে এদিন সংঘের প্রধান কার্যালয়ে পৌঁছে ভিজিটর্স বুকে প্রণব মুখোপাধ্যায় আরএসএস প্রতিষ্ঠাতা কেবি হেগড়েওয়াররে ভারত মাতার মহান সন্তান বলে উল্লেখ করলেন। যা নিয়ে ফের বিতর্ক তৈরি হয়েছে।

প্রণববাবু লিখেছেন, 'আজ আমি শ্রদ্ধা জানাতে এসেছি ভারত মাতার মহান সন্তানকে।' ভিজিটর্স বুকে এমনটাই লিখেছেন প্রাক্তন রাষ্ট্রপতি। যা নিয়ে ফের একবার কংগ্রেস কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

কংগ্রেস নেতা আনন্দ শর্মা বলেছেন, প্রণবদার আরএসএস দলীয় কার্যালয়ে এই ছবি কোটি কোটি কংগ্রেসপ্রেমীদের হতাশ করেছে। তার সঙ্গে তাঁদেরও মর্মাহত করেছে যাঁরা বহুত্ববাদ, বৈচিত্র ও সার্বভৌমত্বে বিশ্বাস করেন।

English summary
Former President Pranab Mukherjee's message in the visitor's book at RSS head quarter shocked Congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X