For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীকে বার্তা, লোকসভা ভোটের আগেই নতুন দল গড়লেন এক সময়ের ‘সঙ্গী’ প্রবীণ

লোসকভার আগে বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন সভাপতি প্রবীণ তোগাড়িয়া নতুন দল গড়লেন। বুধবার আনুষ্ঠানিকভাবে তাঁর দলের আত্মপ্রকাশ হল। সঙ্গে সঙ্গেই দলের নতুন নাম ঘোষণা করলেন তিনি।

Google Oneindia Bengali News

লোসকভার আগে বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন সভাপতি প্রবীণ তোগাড়িয়া নতুন দল গড়লেন। বুধবার আনুষ্ঠানিকভাবে তাঁর দলের আত্মপ্রকাশ হল। সঙ্গে সঙ্গেই দলের নতুন নাম ঘোষণা করলেন তিনি। তিনি জানিয়ে দিলেন, তাঁর নতুন দল অন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদ। তাঁর এই সংগঠন আদর্শ মেনে নতুন ভাবে কাজ করবে।

মোদীকে বার্তা, নতুন দল গড়লেন তাঁর এক সময়ের ‘সঙ্গী’

প্রবীণ তোগাড়িয়া জানিয়েছেন, তিনি যে লক্ষ্যে আগে কাজ করতেন, সেই লক্ষ্য নিয়েই চলবেন। তিনি আদর্শচ্যুত হবেন না। তাঁর লড়াই ছিল বিশ্বহিন্দু পরিষদের আদর্শচ্যুত হয়ে পড়ার বিরুদ্ধে। তিনি সেই কারণে আমরণ অনশনে বসেছিলেন। তাঁকে দলীয় পদ থেকে সরতে হয়েছিল। তিনি তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী মোদীর দিকেও।

[আরও পড়ুন:তৃণমূল কংগ্রেসের দায়িত্ব ছাড়লেন শোভনদেব! হঠাৎ সিদ্ধান্তে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে][আরও পড়ুন:তৃণমূল কংগ্রেসের দায়িত্ব ছাড়লেন শোভনদেব! হঠাৎ সিদ্ধান্তে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে]

শেষমেশ তাঁকে অন্ধকারে রেখে বিশ্ব হিন্দু পরিষদ নতুন সভাপতি নির্বাচিত করেছে। তাই সেই সংগঠন থেকে সরে এসে নতুন সংগঠন নিয়ে পথ চলবেন তিনি। তিনি আগামী ২৬ জুন অযোধ্যা যাবেন বলেও জানিয়েছেন। নতুন দল নিয়ে তিনি দেখিয়ে দিতে চান, আদর্শ মেনে চললে সঠিক কাজ করা যায়।

উল্লেখ্য, তাঁকে বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার পর আহমেদাবাদে ১৭ এপ্রিল থেকে আমরণ অনশন শুরু করেছিলেন। এবার তিনি নতুন দল গড়ে একই সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপিকে একইসঙ্গে বার্তা দিলেন।

[আরও পড়ুন: বিজেপি সভাপতিকে স্বাগত জানাতে 'তৈরি' অনুব্রত মণ্ডলরা! জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে][আরও পড়ুন: বিজেপি সভাপতিকে স্বাগত জানাতে 'তৈরি' অনুব্রত মণ্ডলরা! জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে]

English summary
Former president of Biswa Hindu Parisad Praveen Togaria forms new organization. He gives message to BHP and BJP also,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X