For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শেষকৃত্য আগামীকাল, শবযাত্রা ঘিরে কিছু তথ্য

অটল বিহারী বাজপেয়ীর জীবনাবসানের সঙ্গে সঙ্গে অবসান হল দেশের রাজনৈতিক ইতিহাসের এক স্মরণীয় অধ্যায়ের। দেশের অন্যতম সফল এই প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ।

  • |
Google Oneindia Bengali News

অটল বিহারী বাজপেয়ীর জীবনাবসানের সঙ্গে সঙ্গে অবসান হল দেশের রাজনৈতিক ইতিহাসের এক স্মরণীয় অধ্যায়ের। দেশের অন্যতম সফল এই প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। শোকপ্রকাশে এদিন সন্ধ্যে আহ্বান করা হয় ক্যাবিনেটের বিশেষ বৈঠক। যেখানে শ্রদ্ধাজ্ঞাপন করা হয় প্রয়াত প্রাক্তন প্রধানমমন্ত্রীর প্রতি ।

প্রয়াত প্রধানমমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শেষকৃত্য আগামীকাল

এদিন ৯৩ বছর বয়সে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগে প্রয়াত হন এই খ্যাতনামা বিজেপি নেতা। এইমসে গত ৯ সপ্তাহ ধরে ভর্তি ছিলেন তিনি। এদিন দিল্লির এইমস থেকে তাঁর শবদেহ নিয়ে যাওয়া হবে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারীর দিল্লির বাসভবনে। সেখানে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তাঁর দেহ শায়িত থাকবে সাকল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত। এরপর শবযাত্রা দিনদলায় উপাধ্যায় মার্গা দিয়ে এগিয়ে পৌঁছবে দিল্লির বিজেপির সদর দফতরে।সেখানে অটলবাহারী বাজপেয়ীর শবদেহ শায়িত থাকবে সকাল ন'টার পর থেকে। পরবর্তী পর্যায়ে শেষকৃত্য সম্পন্ন হবে দুপুর একটা নাগাদ। প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর শেষকৃত্য সম্পন্ন হবে রাজঘাটের কাছে। এদিকে, এমন এক দাপুটে রাজনৈতিক নেতার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা রাজনৈতিক জগত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বিজেপি নেতারা তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকস্তব্ধ হয়ে পড়েন অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণে।

[আরও পড়ুন:অটল বিহারী রচিত গানের ভিডিওতে মন জয় করেন শাহরুখ, ফিরে দেখা বাজপেয়ীর কিছু অসামান্য কবিতা][আরও পড়ুন:অটল বিহারী রচিত গানের ভিডিওতে মন জয় করেন শাহরুখ, ফিরে দেখা বাজপেয়ীর কিছু অসামান্য কবিতা]

কার্গিল যুদ্ধ থেকে পোখরান পরমাণু নীরিক্ষণ , কান্দাহারে বিমান অপহরণ, পোক্ত বিদেশনীতি সহ একাধিক অধ্যায় দেখেছে অটলবিহারীর শাসনকালের ভারত। বিভিন্ন অধ্যায় ঘিরে উঠে আসে তাঁর সাফল্য। যে সমস্ত অধ্যায়ের মাধ্যমে বিশ্বমঞ্চে এক গৌরবজনক অবস্থানে পৌঁছয় এদেশ।

[আরও পড়ুন:প্রধানমন্ত্রী হিসাবে অটলবিহারী বাজপেয়ীর সাফল্যের অধ্যায়ে কোন পর্বগুলি জায়গা করেছে][আরও পড়ুন:প্রধানমন্ত্রী হিসাবে অটলবিহারী বাজপেয়ীর সাফল্যের অধ্যায়ে কোন পর্বগুলি জায়গা করেছে]

English summary
Former PM Atal Bihari Vajpeyee's Funeral to be held tomorrow near Rajhjat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X