For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিডে–১৯–এ প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর ভাইঝি ও কংগ্রেস নেত্রী করুণা শুক্লা

কোভিডে–১৯–এ প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর ভাইঝি ও কংগ্রেস নেত্রী করুণা শুক্লা

Google Oneindia Bengali News

‌দেশজুড়ে করোনা ভাইরাসে মৃত্যু মিছিল প্রতিদিনই বেড়ে চলেছে। এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন প্রাক্তন সাংসদ ও বরিষ্ঠ কংগ্রেস নেত্রী করুণা শুক্লা। মঙ্গলবার রায়পুরের রামকৃষ্ণ কেয়ার হাসপাতালে মৃত্যু হয় এই কংগ্রেস নেত্রীর।

কোভিডে–১৯–এ প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর ভাইঝি ও কংগ্রেস নেত্রী করুণা শুক্লা


প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর ভাইঝি করুণা শুক্লার রিপোর্ট পজিটিভ আসার পর তাঁর কোভিড–১৯–এর চিকিৎসা চলছিল। করুণা শুক্লার শেষকৃত্য মঙ্গলবারই ছত্তিশগড়ের বালোদাবাজারে সম্পন্ন হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে জানিয়েছেন যে রাজনীতির বাইরেও তাঁর সঙ্গে ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্ক ছিল। তিনি হিন্দিতে টুইটে লিখেছেন, 'করুণা আন্টি, অর্থাৎ করুণা শুক্লা আর বেঁচে নেই। নিষ্ঠুর করোনা তাঁকেও কেড়ে নিল। রাজনীতির বাইরেও তাঁর সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক রয়েছে। আমি সবসময় তাঁর আশীর্বাদ পেয়ে এসেছি। তাঁর মৃত্যু মেনে নেওয়া যাচ্ছে না। আমাদের সবাইকে ঈশ্বর সহ্য করার ক্ষমতা দিক‌।’‌

করুণা শুক্লা বর্তমানে সমাজকল্যাণ বোর্ডের অধ্যক্ষ ছিলেন। লোকসভার সাংসদ হিসেবেও নির্বাচিত হয়েছিলেন তিনি। তাছাড়া বিজেপির সহ-সভাপতি সহ বিভিন্ন শীর্ষ স্থানীয় পদ সামলেছেন তিনি। তবে দীর্ঘ ৩২ বছর গেরুয়া শিবিরে কাটানোর পর ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন। সেইসময় কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে বিলাসপুরের প্রার্থী করা হয়। যদিও সেখানে তিনি হেরে যান।

English summary
former pm atal bihari vajpayees niece karuna shukla dies of coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X