হরিদ্বারে অস্থিকলস যাত্রা শেষে বাজপেয়ীর অস্থি বিসর্জন, দেখুন ভিডিও
প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর চিতাভস্ম বিসর্জন দেওয়া হল হরিদ্বারে। নয়াদিল্লির স্মৃতিস্থল থেকে চিতাভস্ম সংগ্রহ করেন কন্যা নমিতা ভট্টাচার্য এবং নাতনি নীহারিকা। পরে তা সড়ক পথে নিয়ে যাওয়া হয় হরিদ্বারে। এরপর দেশের একাধিক নদীতে এই চিতাভস্ম বিসর্জন দেওয়া হবে বলে জানা গিয়েছে।
|
হরিদ্বারে অস্থি কলস যাত্রা
হরিদ্বারে অস্থি কলস যাত্রা শুরু হয় পান্না লাল ভাল্লা মিউনিসিপ্যাল ইন্টার কলেজ থেকে। সেখান থেকে তা নিয়ে যাওয়া হয় প্রেম আশ্রমে। এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হয় হর-কি-পৌরিতে।
|
অস্থিকলস যাত্রায় হাজির হেভিওয়েট বিজেপি নেতারা
অমিত শাহ, রাজনাথ সিং ছাড়াও হরিদ্বারে অস্থিকলস যাত্রায় হাজির ছিলেন উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
|
অস্থিকলস যাত্রায় বহু সাধারণ মানুষ
হরিদ্বারে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর অস্থিকলস যাত্রায় হাজির ছিলেন বহু সাধারণ মানুষ। রাস্তার দুধারের দোকানপাট ছিল বন্ধ। পায়ে হেঁটে দীর্ঘপথ অতিক্রম করেন তাঁরা।
|
হর-কি-পৌরিতে চিতাভস্ম বিসর্জন
হরিদ্বারের গঙ্গায় প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর অস্থি কলস বিসর্জন দেন কন্যা নমিতা ও নাতনি নীহারিকা। হাজির ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।