For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজনীতি ছেড়ে ৮১ বছর বয়সে হস্টেলে থেকে পড়াশোনা প্রাক্তন সাংসদের

শিক্ষার্জনের ক্ষেত্রে বয়স কখনই বাধা হতে পারে না। এই শতাব্দী প্রাচীন কথাটাই যেন ফের একবার প্রমাণ করে দিলেন ওড়িশার বরিষ্ঠ রাজনীতিক নারায়ণ সাহু।

  • |
Google Oneindia Bengali News

শিক্ষার্জনের ক্ষেত্রে বয়স কখনই বাধা হতে পারে না। এই শতাব্দী প্রাচীন কথাটাই যেন ফের একবার প্রমাণ করে দিলেন ওড়িশার বরিষ্ঠ রাজনীতিক নারায়ণ সাহু। বয়স তাঁর ৮১। তবে এই বয়সে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে সমান উৎসাহী তিনি। আর তাই রাজনীতি ছেড়ে দিয়ে মন দিয়েছেন পিএইচডি করতে। ওড়িশার উৎকল বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন তিনি।

রাজনীতি ছেড়ে ৮১ বছর বয়সে পড়াশোনায় মন দিলেন প্রাক্তন সাংসদ

রাজ্য বিধানসভায় পল্লহরা কেন্দ্র থেকে দুবার নির্বাচিত হয়েছেন সাহু। দেওঘর থেকে একবার ভোটে জিতে সংসদে গিয়েছেন। বর্তমানে তিনি কলেজ হস্টেলে থেকে দর্শন শাস্ত্রের ওপরে পিএইচডি করছেন।

বলা যায়, পড়াশোনা করতে ও ফের একবার হস্টেল জীবনকে উপভোগ করতে নতুন জীবনে ফিরে গিয়েছেন পল্লহরা সাহু। হস্টেলের ঘরে ছোট্ট বিছানায় মশারি টাঙিয়ে বই নিয়ে বসে পড়াশোনা করছেন। হস্টেলের ঘরে ছোট টেবলে বইয়ের সারি।

সাহু বলছেন, প্রথম প্রথম রাজনীতি ভালোবাসতাম। পরে যখন নোংরামি দেখলাম তখন সরে এসে পড়াশোনাকেই ফের বেছে নিলাম। রাজনীতিতে কোনও নীতি নেই। তাই ছেড়ে দিলাম। বিশ্ববিদ্যালয়ে যখন সুযোগ পেলাম মনে হল এটাই জীবনের সেরা পাওয়া।

১৯৬৩ সালে সাহু কটকের রাভেনশ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক হন। ৪৬ বছর পরে ফের পড়াশোনায় ফিরে আসেন। ২০০৯ সালে উৎকল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়তে শুরু করেন। ২০১২ সালে এমফিল করেন দর্শন শাস্ত্রে।

English summary
Former Parliamentarian, 81, Is Now Living The Hostel Life As Student
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X