For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর সঙ্গে পারিবারিক সম্পর্ক ছিল ডেভিড হেডলির!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ২৫ মার্চ : প্রাক্তন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে যোগাযোগ ছিল মুম্বই হামলার ষড়যন্ত্রী ডেভিড হেডলির। এদিন মুম্বই আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সাক্ষ্য দেওয়ার সময়ে এমনই দাবি করেছে সে।

হেডলি জানিয়েছে, পাকিস্তানে তার বাড়িতে একবার এসেছিলেন তৎকালীন পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। হেডলির এই দাবি যদি সত্যি হয় তাহলে পাকিস্তান সরকার হেডলি সম্পর্কে প্রথম থেকেই জানত বলে এতদিন ধরে যে দাবি ভারত করে আসছে তা প্রমাণিত হল বলে মনে করা হচ্ছে।

প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল হেডলির!

আদালতে হেডলির বয়ান অনুযায়ী, তার বাবার প্রয়াণের পরে ২০০৮ সালে তৎকালীন পাক প্রধানমন্ত্রী গিলানি তাদের পাকিস্তানের বাড়িতে আসেন।

কোনও কোনও সূত্র থেকে বলা হচ্ছে, হেডলি স্ত্রীদের মধ্যে কারও সঙ্গে পারিবারিকভাবে গিলানির সম্পর্ক রয়েছে। সেজন্যই গিলানি সেদিন ছুটে গিয়েছিলেন। যদিও হেডলির দাবি বা সূত্রের দেওয়া তথ্যের কোনও সরকারি সম্মতি মেলেনি।

এর আগে হেডলি জানিয়েছিল, মার্কিন ড্রাগ এজেন্সির টাকায় সে আমেরিকা থেকে পাকিস্তান গিয়েছিল। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রও পাকিস্তানের মতোই হেডলির গতিবিধি সম্পর্কে কোনও খবর রাখেনি, এই দাবিও ভারত বিশ্বাস করতে চায় না।

English summary
Former Pak PM visited my house : Headley
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X