For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর্থিক সামর্থের বাইরে বিনামূল্যে কিছু নয়! রাজ্যগুলিকে বার্তা নীতি আয়োগের প্রাক্তন কর্তার

আর্থিক সামর্থের বাইরে বিনামূল্যে কিছু নয়! রাজ্যগুলিকে বার্তা নীতি আয়োগের প্রাক্তন কর্তার

  • |
Google Oneindia Bengali News

আর্থিক সামর্থের বাইরে রাজ্যবাসীকে উপহার (freebies) দেওয়ার দিকে না যাওয়াই উচিত রাজ্য সরকারগুলির। এদিন এমনটাই মন্তব্য করেছেন, নীতি আয়োগের (Niti Aahog) প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাজীব কুমার। তিনি এই উপহার সামগ্রিক মধ্যে মেরিট ও নন মেরিট দুইভাগে ভাগ করে বলেছেন, সামর্থের বাইরের নন মেরিট ফ্রিবিজের দিকে না যাওয়াই উচিত।

 মেরিট-নন মেরিট ফ্রিবিজ

মেরিট-নন মেরিট ফ্রিবিজ

রাজীব কুমার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় উল্লেখ করেছেন, মেরিট ট্রান্সফার এবং নন-মেরিট ফ্রিবিজের মধ্যে পার্থক্য রয়েছে। বিশেষ করে যেখানে কোনও বিষয় কোনও সরকার নিজের আর্থিক সামর্থের
বাইরে গিয়ে যা করে থাকেন। নন মেরিট ফ্রিবিজ সম্পর্কে তিনি বলেছেন, যেটা উপহার হিসেবে দেওয়া হয়। এছাড়াও ভোক্তা বিষয়ক সামগ্রি। যে ব্যাপারে খুব সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে, বলেছেন তিনি। এব্যাপারে এমন কিছু করা উচিত নয়, যা সরকারের সামর্থের বাইরে।

ট্রান্সফার পেমেন্ট প্রয়োজনীয়

ট্রান্সফার পেমেন্ট প্রয়োজনীয়

তিনি বলেছেন, গণতন্ত্রে কর ও বন্টনের মাধ্যমে সরকার যে পেমেন্ট স্থানান্তর করে, তা সবসময় প্রয়োজনীয়। তিনি বলেছেন, যে কোনও ট্রান্সফার পেমেন্টের ইতিবাচক দিক রয়েছে। তিনি বলেছেন, সাধারণ মানুষের জন্য বিশেষ করে যাঁরা পিরামিডের নিচে রয়েছে, তাঁদের জন্য পণ্য ও পরিষেবার গুণমান বৃদ্ধির পাশাপাশি আর অ্যাক্সেস বৃদ্ধি করা জরুরি।

শ্রীলঙ্কার আর্থিক পরিস্থিতির সঙ্গে তুলনা অযৌক্তিক

শ্রীলঙ্কার আর্থিক পরিস্থিতির সঙ্গে তুলনা অযৌক্তিক

দেশের বেশ কিছু রাজনীতিবিদ শ্রীলঙ্কার আর্থিক পরিস্থিতির সঙ্গে ভারতের পরিস্থিতির তুলনা টানছেন। এব্যাপারে তিনি বিষয়টিকে অযৌক্তিক বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, শ্রীলঙ্কা অটি গুরুতর আর্থিক সংকটের মধ্যে রয়েছে। ভারত শ্রীলঙ্কাকতে আর্থিক সহযোগিতা প্রসারের ক্ষেত্রে সব থেকে এগিয়ে রয়েছে। তিনি বলেছেন, নর্ডিক দেশগুলিতে কর আর জিডিপির অনুপাত প্রায় ৫০ শতাংশ। কারণ তারা সাধারণ মানুষের পণ্য ও পরিষেবার জন্য প্রচুর অর্থ ব্যয় করে।

মোদী সরকারের অবস্থান

মোদী সরকারের অবস্থান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্প্রতিক সময়ে রাজ্যগুলিতে বিনামূল্যে উপহার বন্টনকে প্রতিযোগিতামূলক জনপ্রিয়তা বলে আক্রমণ করেছেন। তিনি বলেছেন এতে শুধু করদাতাদের অর্থের অপচয় নয়, বিষয়টি দেশের আত্মনির্ভর হওয়ার অভিযানতে বাধা দিতে পারে।
এব্যাপারে তাঁর মন্তব্য আম আদমি পার্টির বিনামূল্যে বিদ্যুৎ ও জলের প্রতিশ্রুতিকে নিশানা করে। পঞ্জাবে বিধানসভা নির্বাচনের আগে সেখানে বিনামূল্যে নির্দিষ্ট পরিমাণ বিদ্যুত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এবার সেই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে গুজরাতে। উল্লেখ করা প্রয়োজন, এ মাসের শুরুর দিকে সুপ্রিম কোর্টের তরফে নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দল ভোটারদের বিনামূল্য যেসব প্রতিশ্রুতি দেয়, তা পরীক্ষার জন্য একটি বিশেষ সংস্থা গঠনের পরামর্শ দিয়েছে।

English summary
Former Niti Aayog VC Rajiv Kumar says, State Govt shoild not dole out non merit freebies.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X