For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনসিপির অন্যতম প্রতিষ্ঠাতা যোগ দিলেন বিজেপিতে! মহারাষ্ট্রে ভেঙে চুরমার বিরোধী শিবির

বিধানসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রের বিরোধী জোটে বড় ভাঙন। বুধবার কংগ্রেস ও এনসিপি থেকে বেশ কয়েকজন বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

বিধানসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রের বিরোধী জোটে বড় ভাঙন। বুধবার কংগ্রেস ও এনসিপি থেকে বেশ কয়েকজন বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন। তালিকায় রয়েছেন একজন প্রাক্তন মন্ত্রী, রাজ্য পর্যায়ের মহিলা নেত্রী এবং অন্য নেতা এদিন যোগ দিয়েছেন বিজেপিতে।

এনসিপির অন্যতম প্রতিষ্ঠাতা যোগ দিলেন বিজেপিতে! মহারাষ্ট্রে ভেঙে চুরমার বিরোধী শিবির

সাতবারের কংগ্রেস বিধায়ক কালিদাস কোলাম্বকার( দক্ষিণ মুম্বইয়ের ওদালা), এনসিপির সন্দীপ নায়েক( আইরোলি), বৈভব পিচাড( আকোলে) শিবেন্দরাজে ভোঁসলে(সাঁতারা) এদিন দলত্যাগ করার পাশাপাশি বিধায়কপদেও ইস্তফা দেন। এদিন এই দলবদল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্র বিজেপির সভাপতি চন্দ্রকান্ত পাটিল এবং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুম্বইয়ের বিজেপি প্রধান এমপি লোধা, কয়েকজন ক্যাবিনেট মন্ত্রী এবং বিজেপির কয়েকজন বর্ষীয়ান নেতা।

এনসিপির অন্যতম প্রতিষ্ঠাতা এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী মধুকর পিচাড এবং এনসিপির মহিলা শাখার প্রধান চিত্রা ওয়াঘও এদিন বিজেপিতে যোগ দেন।

মহারাষ্ট্রের বিজেপি প্রধান ইঙ্গিত দিয়েছেন, এদিন দলে যোগ দেওয়া প্রত্যেককেই প্রাপ্ত মর্যাদা দেওয়া হবে। এদিনের এই দলবদলের ফলে মহারাষ্ট্রে বিরোধীরা আরও দুর্বল হয়ে পড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এদিকে বৃহস্পতিবার থেকে মহারাষ্ট্রে মহাজনাদেশ যাত্রা শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। এই যাত্রার মধ্যে দিয়ে তিনি কার্যত ভোটপ্রচারের কাজও শুরু করে দেবেন।

English summary
Ahead of the forthcoming Assembly Elections in Maharashtra, several lawmakers of Congress and Nationalist Congress Party (NCP) jumped ship to Bharatiya Janata Party (BJP) on Wednesday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X