
প্রয়াত বর্ষীয়ান সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিং যাদব
উত্তরপ্রদেশের রাজনৈতিক মহলে বেশ পরিচিত মুখ ছিলেন। তাছাড়া নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনবার উত্তরপ্রদেশের আইন পরিষদের সদস্য় ছিলেন। এহেন মুলায়ম সিং যাদবের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সেরাজ্যের রাজনৈতিক আঙিনায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

পার্টির প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়াম সিং যাদব এখনও বেঁচে
তবে এই মুলায়ম সিং যাদব অখিলেশ যাদবের বাবা নন। তিনি সমাজবাদী পার্টির প্রাক্তন প্রধানের ঘনিষ্ঠ ছিলেন। তবে প্রাক্তন পার্টি প্রধানেরই মৃত্যু হয়েছে মনে করে অনেকেই ভুল করেছেন, ভয় পেয়েছেন। অনেকেই আন্দাজ করেছিলেন যে অখিলেশ যাদবের বাবা তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়াম সিং যাদবের কিছু হয়েছে।

বার্ধক্যজনিত কারণেই তাঁর মৃত্যু
কিন্তু পরে অবশ্য জানা যায় দলের প্রাক্তন আইন পরিষদের সদস্যের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশে পূরওয়ায় গ্রামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যাচ্ছে বার্ধক্যজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন শাসক-বিরোধী দলের অধিকাংশ নেতা নেত্রীরা।

শেষকৃত্য সম্পন্ন হয়েছে
শনিবার রাত ৯টা নাগাদ তাঁর মৃত্যু হয়। রবিবার উত্তরপ্রদেশের ঔরাইয়া জেলায় প্রবীণ নেতার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মুলায়াম সিং যাদবের মৃত্যুর কথা সামনে আসতেই পার্টির নেতা, কর্মীরা তাঁর বাড়িতে হাজির হন। যদিও সমাজবাদী পার্টির এই বরীষ্ঠ নেতার মৃত্যুতে বিতর্ক ছড়ায় রাজনৈতিক মহলে।
Recommended Video

সিবিআইয়ের জালে কংগ্রেসের প্রদেশ সভাপতি! তল্লাশি অভিযানে মিলল নগদ ৫০ লক্ষ টাকা