For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্তী নটরাজন কংগ্রেস ছাড়লেন, বিস্ফোরক চিঠিতে দুষলেন রাহুল গান্ধীকে

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৩০ মিনিট : বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। দলের প্রবীন নেত্রী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্তী নটরাজন দল ছাড়তে চলেছেন আজই। আর তাঁর দল থেকে বেরিয়ে যাওয়ার অন্যতম কারণ হিসাবে দুষেছেন কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধীকে। তাঁর অভিযোগ, সরকারি কাজে নাক গলাতেন রাহুল।

আরও পড়ুন : ইস্তফা দিলেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী জয়ন্তী নটরাজন

আরও পড়ুন : একা রাহুল গান্ধী নন, এই ব্যর্থতা গোটা দলের: জয়ন্তী

সূত্রের খবর, আজ, শুক্রবার দুপুর ১২ টা ৩০ মিনিট নাগাদ সাংবাদিক সম্মেলেন করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিতে পারেন জয়ন্তী নটরাজন।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্তী নটরাজন কংগ্রেস ছাড়ছেন, বিস্ফোরক চিঠিটে দুষলেন রাহুল গান্ধীকে

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে এবিষয়ে একটি বিস্ফোরক চিঠিও লিখেছেন জয়ন্তী। চিঠিতে নটরাজন রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। পূর্বতন ইউপিএ সরকারে পরিবেশমন্ত্রী থাকাকালীন রাহুল গান্ধী বারবার তাঁর কাজে হস্তক্ষেপ করতেন। পাশাপাশি তিনি এ অভিযোগও জানিয়েছেন, যে দলের মধ্যেই নির্দিষ্ট কিছু ব্যক্তি তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছেন।

আরও চাঞ্চল্যকর অভিযোগ নিজের চিঠিতে তুলেছেন জয়ন্তী। জয়ন্তীর অভিযোগ, বর্তমানের প্রধানমন্ত্রী তৎকালীন বিজেপি নেতা নরেন্দ্র মোদীকে আক্রমণ করার জন্য কংগ্রেসের তরফে আমাকে বারবার জোর দেওয়া হয়েছিল।

দলের কাজ করার জন্য লোকসভা নির্বাচনে ৬ মাস আগে ডঃ মনমোহন সিং তাঁকে মন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার কথা বলেন, অথচ তাকে সেভাবে কোনও কাজও দেওয়া হয়নি বলে অভিযোগ জয়ন্তী নটরাজনের। এমনকী কিছুদিন পরে দলের মুখপাত্র পদ থেকেও বরখাস্ত করা হয় তাঁকে।

সূত্রের খবর, নভেম্বরে মাসে এই চিঠিটি লিখেছিলেন জয়ন্তী নটরাজন। কিন্তু তার পর থেকেও কংগ্রেস সভানেত্রী বা সহসভাপতি কেউই জয়ন্তীর সঙ্গে দেখা করেননি।

English summary
Former UPA Minister Jayanthi Natarajan Quits Congress, Attacks Rahul Gandhi in Explosive Letter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X