For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকে কার ঝুলিতে এবার কত আসন, পরিষ্কার ছবি আঁকলেন জোটের চেয়ারম্যান

কর্ণাটকে এবার জেডি(এস)-কে নিয়ে কংগ্রেস বিপুল জয় পাবে বলে আশাবাদী প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জোটের চেয়ারম্যান সিদ্দারামাইয়া। তাঁর দাবি, এবার কর্ণাটকে অভূতপূর্ব ফল করবে কংগ্রেস।

Google Oneindia Bengali News

কর্ণাটকে এবার জেডি(এস)-কে নিয়ে কংগ্রেস বিপুল জয় পাবে বলে আশাবাদী প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জোটের চেয়ারম্যান সিদ্দারামাইয়া। তাঁর দাবি, এবার কর্ণাটকে অভূতপূর্ব ফল করবে কংগ্রেস। নির্বাচনী জনসভা থেকে সিদ্দারামাইয়া বলেন, ২০১৯-এর লোকসভায় কংগ্রেস ও বিজেপি কেউই একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও, এ রাজ্যে বিজেপিকে ধাক্কা দিতে প্রস্তুত কংগ্রেস।

কর্ণাটকে কংগ্রেস ও বিজেপির ঝুলিতে কটি

কর্ণাটকে কংগ্রেস ও বিজেপির ঝুলিতে কটি

সিদ্দারামাইয়া বলেন, কর্ণাটকের ২৮টির মধ্যে ২০টি আসনে জয়ী হবে কংগ্রেস-জেডিএস জোট। বিজেপির শিকে ছিঁড়তে পারে কোনওরকমে ৮ থেকে ১০ আসনে। এই রাজ্যে ১৮ এপ্রিল প্রথম দফার ভোট। তার আগে জয়ের সম্ভাবনা উসকে দিলেন সিদ্দারামাইয়া। প্রতিটি ক্ষেত্রেই কংগ্রেস ও জেডিএস শক্তিশালী জোট গড়েই লড়াইয়ে নেমেছে।

কংগ্রেস-জেডিএস কে কটি আসন এবার

কংগ্রেস-জেডিএস কে কটি আসন এবার

রাজ্যের ২৮টি আসনের মধ্যে কংগ্রেস ২১টি আসনে লড়াই করছে। তার মধ্যে ১৩-১৪টি আসনে কংগ্রেস জিতবেই। জেডিএস লড়ছে ৭টি আসনে। তারা ৬ থেকে ৭টি আসনেই জেতার জায়গায় রয়েছে। ফলে কংগ্রেস ও জেডিএস মিলে ২০টি বেশি আসন দখল করবে কর্ণাটকে। জোটবদ্ধ হয়ে প্রচার ও কাঁধে কাঁধ মিলিয়ে বিজেপির বিরুদ্ধে প্রচারই এবার সেই সংকেত দিচ্ছে।

সিদ্দারামাইয়া-দেবেগৌড়া জোটবদ্ধ

সিদ্দারামাইয়া-দেবেগৌড়া জোটবদ্ধ

প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডিএস প্রধান এইচডি দেবেগৌড়া নিয়ে আমি ও আমরা যৌথভাবে সমস্ত নির্বাচনী এলাকায় ভ্রমণ করছি। গত বিধানসভায় আমরা পরস্পরের বিরুদ্ধে লড়াই করেছিলাম। এখন আমরা একসঙ্গে এসেছি। কর্মীরা একসঙ্গে কাজ করছে।

লড়াইে দেবেগৌড়া পরিবার

লড়াইে দেবেগৌড়া পরিবার

প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডিএস প্রধান এইচডি দেবেগৌড়া নিয়ে আমি ও আমরা যৌথভাবে সমস্ত নির্বাচনী এলাকায় ভ্রমণ করছি। গত বিধানসভায় আমরা পরস্পরের বিরুদ্ধে লড়াই করেছিলাম। এখন আমরা একসঙ্গে এসেছি। কর্মীরা একসঙ্গে কাজ করছে।

[আরও পড়ুন: কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পাবে না, নিশ্চিত প্রাক্তন মুখ্যমন্ত্রী, তবে কে ক্ষমতায় অঙ্ক দিয়ে বোঝালেন][আরও পড়ুন: কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পাবে না, নিশ্চিত প্রাক্তন মুখ্যমন্ত্রী, তবে কে ক্ষমতায় অঙ্ক দিয়ে বোঝালেন]

কে কোন কেন্দ্রে

কে কোন কেন্দ্রে

দেবেগৌড়া লড়ছেন টুমকুর কেন্দ্র থেকে। তাঁর এক নাতি তথা কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর ছেলে নিখিল কুমারস্বামী মান্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর হাসান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবেগৌড়ার বড় ছেলে এইচডি রেভান্নার ছেলে উজ্জ্বল রেভান্না।

[আরও পড়ুন: নির্বাচনী কেন্দ্রেই মেহবুবার গাড়িতে পাথর, অল্পের জন্য রক্ষা][আরও পড়ুন: নির্বাচনী কেন্দ্রেই মেহবুবার গাড়িতে পাথর, অল্পের জন্য রক্ষা]

[আরও পড়ুন:বাম-তৃণমূল-বিজেপির নির্বাচনী ইস্তেহারের বিভিন্ন বিষয়ের তুলনা একনজরে]

English summary
Former Karnataka CM Siddaramaiya clears who will how many seats in Lok Sabha. He says Congress and JDS will win at least 20 seats
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X