নির্ভয়া কাণ্ডে দোষীদের যাবজ্জীবন সাজা দেওয়ার পক্ষে সওয়াল প্রাক্তন বিচারপতি ক্যুরিয়েন জোসেফের
নির্ভয়া গণ-ধর্ষণ কাণ্ডের চার আসামীকে ফাঁসি দেওয়া হবে তিহার জেলে। ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গেছে ফাঁসির পূর্ববর্তী প্রস্তুতি। অন্যদিকে, ফাঁসির ঠিক একদিন আগে বিস্ফোরক মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ক্যুরিয়েন জোসেফ। মৃত্যুদণ্ডের চেয়েও যাবজ্জীবন কারাদণ্ড বেশি শক্তিশালী প্রতিরোধক বলে দাবি করেন জোসেফ।

পাশাপাশি, অবসরপ্রাপ্ত বিচারপতি আরও বলেন, "বেশিরভাগ ক্ষেত্রেই দোষীদের ফাঁসি কার্যকর হওয়ার পর মানুষ অপরাধের নির্মমতা ভুলে যায়। এছাড়াও অভিযুক্তদের বয়স এতটাই কম যে তাদের সংস্কারের সুযোগ দেওয়া উচিৎ।"
এর আগেও অবসরপ্রাপ্ত প্রবীণ বিচারক ইন্দিরা জয়সিং নির্ভয়ার মাকে তার কন্যার ধর্ষকদের ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তবে, এই কারণে তিহার জেলে থেমে নেই প্রস্তুতি। মেরঠ থেকে এসে গিয়েছেন ফাঁসুড়ে পবন জল্লাদ। শুক্রবার ভোরে তিনি আসামিদের ফাঁসিতে ঝোলানোর একপ্রস্ত মহড়া দিয়েছেন বলে জানা যাচ্ছে।