কয়লা কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়া। দিল্লির বিশেষ সিবিআই আদালত কোড়ার পাশাপাশি আর এক অভিযুক্ত প্রাক্তন কয়লা সচিব এইচসি গুপ্ত ও ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যসচিব অশোক কুমার বসুকেও দোষী বলে ঘোষণা করেছে।

এদের তিনজনের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র প্রমাণিত হয়েছে বলে আদালত জানিয়েছে। বৃহস্পতিবার সাজা ঘোষণা করবে আদালত।
কলকাতাস্থিত ভিনি আয়রন অ্যান্ড স্টিল উদ্যোগ লিমিটেডকে অবৈধভাবে ঝাড়খণ্ডের রাজহরা কয়লা ব্লক পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল মধুর বিরুদ্ধে। সরকারি পদে থেকে অপরাধমূলক ষড়যন্ত্র, বিশ্বাসভঙ্গ সহ একাধিক অভিযোগ এদিন আদালতে প্রমাণিত হয়েছে মধু কোড়ার বিরুদ্ধে।
Oneindia এর ব্রেকিং নিউজের জন্য . সারাদিন ব্যাপী চটজলদি নিউজ আপডেট পান.subscribe to Bengali Oneindia.