For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরবর্তী মুখ্য তথ্য কমিশনার পদে বসতে চলেছেন প্রাক্তন আইএফএস যশবর্ধন সিনহা

পরবর্তী মুখ্য তথ্য কমিশনার পদে বসতে চলেছেন প্রাক্তন আইএফএস যশবর্ধন সিনহা

Google Oneindia Bengali News

ভারতীয় বিদেশ সেবার প্রাক্তন কর্তা যশবর্ধন সিনহা পরবর্তী মুখ্য তথ্য কমিশনার হতে চলেছেন। গত ২৭ অগাস্টের পর এই পদ থেকে বিমল জুলকা অবসর নেওয়ার পর এই আসনটি খালি পড়েছিল।

পরবর্তী মুখ্য তথ্য কমিশনার পদে বসতে চলেছেন প্রাক্তন আইএফএস যশবর্ধন সিনহা


সিআইসি ও তথ্য কমিশনার (‌আইসি)‌ এই দুই পদের জন্য সরকারকে কিছু নামের তালিকা সহ একটি ভিন্ন ধরনের চিঠি পাঠিয়েছিল সরকার। অন্যদিকে, লোকসভায় বিরোধী দলের নেতা (এলওপি) অধীর রঞ্জন চৌধুরী এই বাছাই প্রক্রিয়া চলাকালীন স্বচ্ছতার অভাবের অভিযোগ করেছিলেন। সূত্রের খবর, ১৯৮১ সালের ব্যাচের অবসরপ্রাপ্ত আইএফএস অফিসার যশবর্ধন সিনহা দেশের পরবর্তী সিআইসি পদে বসতে চলেছেন।

কেন্দ্রীয় তথ্য কমিশনারের পদ থেকে তাঁর পদোন্নতি করে এই স্থান দেওয়া হবে। কেন্দ্রীয় তথ্য কমিশনে আরও কিছু শূণ্যপদ খুব শীঘ্রই পূরণ করবে সরকার। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং লোকসভায় বিরোধী দলের নেতাদের সমন্বয়ে গত সপ্তাহে উচ্চ ক্ষমতা সম্পন্ন নির্বাচন কমিটির বৈঠক হয় এই নিয়োগগুলি নিয়ে।

চোখ মেলেছেন 'অপু', সেকেন্ড ডায়ালিসিসের ইতিবাচক সাড়া সৌমিত্রর, কী জানালেন চিকিৎসকরাচোখ মেলেছেন 'অপু', সেকেন্ড ডায়ালিসিসের ইতিবাচক সাড়া সৌমিত্রর, কী জানালেন চিকিৎসকরা

English summary
former ifs yashvardhan sinha is set to take over as the next chief information commissioner
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X