For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নরেন্দ্র মোদীর এক কথায় চাকরি ছেড়ে বিজেপিতে যোগ 'মনরেগা লেডি' অপরাজিতার

বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন আইএএস অপরাজিতা সারঙ্গী।

  • |
Google Oneindia Bengali News

cবিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন আইএএস অপরাজিতা সারঙ্গী। এদিন বিজেপি সভাপতি অমিত শাহ অপরাজিতাকে দলে স্বাগত জানান। দিল্লিতে বিজেপি সদর দফতরে গিয়ে দলে যোগ দেন তিনি।

মোদীর হাত ধরে বিজেপিতে যোগ মনরেগা লেডি অপরাজিতার

মাত্র ৪৯ বছর বয়সে আইএএসের মতো সম্মানজনক পদ ছেড়ে চাকরি জীবনের এতগুলি বছর বাকী রেখে তিনি রাজনীতিতে কেন এলেন? এই প্রসঙ্গে অপরাজিতা বলেন, তিনি মানুষের সেবা করতে চান। আদতে বিহারের মেয়ে অপরাজিতা স্বামী সন্তোষ সারঙ্গীকে বিয়ে করে ওড়িশাবাসী হয়ে গিয়েছেন।

১৯৯৪ সালের ওড়িশা ক্যাডারের এই আইএএস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বলে পরিচিত। তবে তাঁর আর একটি পরিচয়ও রয়েছে। তাঁকে ডাকা হয় মনরেগা লেডি হিসাবে। সারা দেশে ১০০ দিনের কাজের দেখভালের দায়িত্বে তিনিই ছিলেন।

গত পাঁচ বছর ধরে এই প্রকল্পকে সামলে সাফল্যের মুখ দেখিয়েছেন তিনি। তাঁর হাত ধরে খরচ হয়েছে ৫৫ হাজার কোটি টাকা। তার আগে ভুবনেশ্বর পুরসভার কমিশনা হিসাবেও অপরাজিতা কাজ করেছেন।

মনে করা হচ্ছে, আসন্ন ওড়িশা বিধানসভা নির্বাচনে তিনি দলের প্রার্থী হতে পারেন। এমনকী মুখ্যমন্ত্রী পদপ্রার্থীও হতে পারেন। এছাড়া লোকসভা ভোটেও বিজেপি হয়ে দাঁড়াতে পারেন। বিজেপি ফের একবার ক্ষমতায় ফিরলে অপরাজিতাকে কেন্দ্রে মন্ত্রী করা হতে পারে।

English summary
Former IAS officer from Odisha Aparajita Sarangi joins BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X