For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিন্দু মহাসভার প্রাক্তন প্রধানের খুন ঘিরে চাঞ্চল্য

হিন্দু সমাজ পার্টি নেতা এবং প্রাক্তন হিন্দু মহাসভা প্রধান কমলেশ তিওয়ারিকে আজ সকালে গুলি করে হত্যা করে দুস্কৃতীরা।

Google Oneindia Bengali News

হিন্দু সমাজ পার্টি নেতা এবং প্রাক্তন হিন্দু মহাসভা প্রধান কমলেশ তিওয়ারিকে আজ সকালে গুলি করে হত্যা করে দুস্কৃতীরা। ঘটনাটি লখনউতে কমলেশের বাড়ির সামনে ঘটে। গুলি করে দুষ্কৃতীরা পালিয়ে গেলে স্থানীয়রা কমলেশকে একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কমলেশের। প্রথমিক তদন্তে উঠে আসা তথ্যের উপর ভিত্তি করে পুলিশের অনুমান, আততায়ী কমলেশের পরিচিত কেউ ছিল।

হিন্দু মহাসভার প্রাক্তন প্রধানের খুন ঘিরে চাঞ্চল্য

পুলিশ জানায়, লখনউতে খুর্শিদবাঘ এলাকায় বাড়ি কমলেশের। নিজের বাড়ির কিছুটা দূরেই সকালে কমলেশকে দেখে তার দিকে এগিয়ে আসে আততায়ীরা। তারা গেড়ুয়া পোশাকে ছিল। তখন কমলেশের দিকে একটি মিষ্টি প্যাকেট এগিয়ে দেয় আততায়ীরা। এরপর সেই প্যাকেট থেকেই বন্দুক বের করে পরপর গুলি চালানো হয় কমলেশকে উদ্দেশ্য করে।

২০১৭ সালে হিন্দু মহাসভার প্রাক্তন প্রধান কমলেশ হিন্দু সমাজ নামক দলটি গড়ে তোলেন। বিভিন্ন সময়ে ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে বিতর্কিত মন্তব্য করার জন্য তিনি পরিচিত ছিলেন। এর জেরে জাতীয় সুরক্ষা আইনের অধীনে জেলেও যেতে হয়েছিল তাঁকে।

প্রসঙ্গত, ডানপন্থী মতাদর্শের নেতা খুনের এই মাসে এটি চতুর্থ ঘটনা। এর আগে ৮ অক্টোবর বিজেপি নেতা চৌধুরী যশপাল সিংকেও একই ভাবে গুলি করে হত্য করা হয়েছিল। ১০ অক্টোবর কবির তিওয়ারি নামক এক বিজেপি নেতাকেও গুলি করে খুন করা হয়েছিল। সর্বশেষ ১৩অক্টোবর শাহারানপুরের দেওবন্দে স্থানীয় বিজেপি নেতা দারা সিংকে খুন করা হয়। এই কোনও হত্যাকাণ্ডেরই সুরাহা করতে পারেনি পুলিশ। আততায়ীদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

English summary
Former Head of HinduMahasbha Shot Dead in Lucknow, Fourth incident of rightwing leader being killed in this month
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X