For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বুলডোজার দিয়ে বিক্ষোভকারীর বাড়ি ধ্বংস, সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জি দেশের বিচারপতিদের

বুলডোজার দিয়ে বিক্ষোভকারীর বাড়ি ধ্বংস, সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জি দেশের বিচারপতিদের

Google Oneindia Bengali News

নবী নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল হয়ে উঠেছে দেশ। দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও সাম্প্রদায়িক অশান্তি শুরু হয়েছে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বিক্ষোভকারীর বাসস্থান বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এই বিষয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ গ্রহণ করার জন্য সুপ্রিম কোর্ট ও দেশের বিভিন্ন হাইকোর্টের ছয় প্রাক্তন বিচারপতি ও ছয় জন প্রবীণ আইনজীবী দেশের শীর্ষ আদালতের কাছে আবেদন করেন।

বুলডোজার দিয়ে বিক্ষোভকারীর বাড়ি ধ্বংস, সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জি দেশের বিচারপতিদের

উত্তরপ্রদেশে হিংসা ও স্থানীয় বাসিন্দাদের ওপর নিপীড়নের বিরোধিতা করে দেশের শীর্ষ আদালতে একটি পিটিশন জমা দেওয়া হয়। সেই পিটিশনে বিচারপতি পি সুদর্শন রেড্ডি, ভি গোপাল গৌড়া, একে গাঙ্গুলি, এপি শাহ, কে চন্দ্রু, মহম্মদ আনোয়ার স্বাক্ষর করেন। পাশাপাশি দেশের প্রবীণ ও অভিজ্ঞ আইনজীবী শান্তি ভূষণ, ইন্দিরা জয়সিং, চন্দর উদয় সিং, শ্রীরাম পঞ্চু, প্রশান্ত ভূষণ ও আনন্দ গ্রোভার স্বাক্ষর করেন।

পিটিশনে বলা হয়েছে, পুলিশি হেফাজতে থাকা যুবকদের মারধর করা হচ্ছে, বিক্ষোভকারীদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে, মুসলিম সম্প্রদায়ের বিক্ষোভকারীদের পুলিশ তাড়া করার ঘটনা বার বার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে শিউরে উঠতে হবে। শাসকের এই ধরনের কর্মকাণ্ড কখনই আইনকে সমর্থন করে না বলে পিটিশনে উল্লেখ করা হয়েছে। এরফলে নাগরিকদের অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করা হয়। নাগরিকদের মৌলিক অধিকারগুলো বর্তমানে একটা উপহাসে পরিণত হয়েছে বলেও তাঁরা পিটিশনে জানিয়েছেন। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টকে স্বতঃপ্রণেদিত পদক্ষেপ করার আবেদন করা হয় পিটিশনে।

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, পুলিশি হেফাজতে কয়েকজন যুবককে বেধড়ক মারা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে, এটি উত্তরপ্রদেশের ঘটনা। বিক্ষোভকারী মুসলিম যুবকদের পুলিশি হেফাজতে অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। যদিও এই প্রসঙ্গে উত্তরপ্রদেশ পুলিশের তরফে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। উত্তরপ্রদেশ পুলিশ এই ভিডিও ফুটেজটির তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, প্রয়াগরাজে এক বিক্ষোভকারীর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে। এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে পড়েছে। অন্যদিকে, উত্তরপ্রদেশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রয়াগরাজে অবৈধ নির্মাণ ভাঙা হয়েছে। এই ঘটনার সঙ্গে বিক্ষোভের কোনও যোগ নেই স্থানীয় প্রশাসন জানিয়েছে।

কে হবেন বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী, মমতার ডাকা ১৭ দলের বৈঠকে সম্মিলিত আওয়াজকে হবেন বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী, মমতার ডাকা ১৭ দলের বৈঠকে সম্মিলিত আওয়াজ

বিজেপির দুই প্রাক্তন নেতার নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে দেশ জুড়ে সমালোচনার ঝড় শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভের খবর আসতে শুরু করে। অনেক জায়গায় সাম্প্রদায়িক বিক্ষোভ হিংসার আকার নিয়েছে বলে জানা গিয়েছে। বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক বিক্ষোভের জেরে সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ উঠেছে। বেশ কিছু জায়গায় এই বিক্ষোভ হিংসার আকার ধারণ করেছে। ঘটনায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে।

English summary
Former HC SC judges write to supreme court against UP demolition
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X