For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে গরুর গুঁতো, আহত হয়ে হাসপাতালে বিজেপির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী

Google Oneindia Bengali News

দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপবক্ষে কেন্দ্র সরকার 'হর ঘর তেরঙ্গা' কর্মসূচির আয়োজন করেছে। সেই উপলক্ষেই শনিবার গুজরাতের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী নীতীন প্যাটেল একটি মিছিলে অংশগ্রহণ করেছিলেন। সেই মিছিলেই হঠাৎ করে ঢুকে পড়ে একটি গরু। সেই গরুর ধাক্কায় আহত হয়েছেন নীতীন প্যাটেল। তাঁর পায়ে আঘাত লেগেছে। গুজরাতের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে আহমেদাবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি

‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি

স্বাধীনতার ৭৫ বর্ষ উপলক্ষে কেন্দ্রের তরফে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। তারমধ্যে অন্যতম হল 'হর ঘর তেরঙ্গা'। এই কর্মসূচির মাধ্যমে কেন্দ্র দেশের প্রতিটি নাগরিককে তাঁদের বাড়িতে পতাকা উত্তোলনের আবেদন করেছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্টের ডিপি জাতীয় পতাকার ছবি দেওয়ার জন্য দেশবাসীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বান জানিয়েছেন। 'হর ঘর তেরঙ্গা' কর্মসূচিতে কেন্দ্র সরকার কয়েক বিলিয়ন জাতীয় পতাকা উত্তোলনের পরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যে বিজেপি ও আরএসএসের বেশ কয়েকজন নেতা সোশ্যাল মিডিয়ায় নিজেদের ডিপিতে জাতীয় পতাকার ছবি শেয়ার করেছেন।

স্বাধীনতা দিবস উপলক্ষে একাধিক কর্মসূচি

স্বাধীনতা দিবস উপলক্ষে একাধিক কর্মসূচি

দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলতক্ষে ছাত্রীদের তৈরি একটি উপগ্রহ তৈরি করা হয়। ভারতের বিভিন্ন প্রান্তের ৭৫টি গ্রামের ৭৫০ জন ছাত্রী মিলে আজাদি স্যাট উপগ্রহ তৈরি করে। গত রবিবার ইসরোর অধীনে উপগ্রহটির উৎক্ষেপণ করা হয়। সফলভাবে মহাকাশের দিকে যাত্রা করলেও শেষ অবধি কক্ষপথে পৌঁছতে পারেনি এই আজাদি স্যাট। এছাড়াও স্বাধীনতা সংগ্রামীদের লড়াইয়ের কথা তুলে ধরতে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দেশের ৭৫ তম বর্ষ উপলক্ষে অর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে থাকা ভারতের সমস্ত স্মৃতিস্তম্ভে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন পর্যটকরা। বিদেশি পর্যটকরাও এই সুবিধা পাবেন ১৫ অগস্ট পর্যন্ত। এছাড়াও স্বচ্ছ ভারত অভিযান বিজেপির তরফে বেশ কয়েকটি জায়গায় চালানো হবে বলে জানা গিয়েছে।

আজাদি কা অমৃত মহোৎসব

আজাদি কা অমৃত মহোৎসব

দেশের স্বাধীনতার ৭৫ বর্ষ উপলক্ষে কেন্দ্র সরকার একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। 'আজাদি কা অমৃত মহোৎসব'-এর সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় ৭৫ সপ্তাহ আগে ১২ মার্চ ২০২১ সালে গুজরাতের সবরমতী আশ্রম থেকে পদযাত্রার মাধ্যমে 'আজাদি কা অমৃত মহোৎসব'-এর সূচনা করেন। ২০২৩ সালের ১৫ আগস্ট পর্যন্ত চলবে। 'আজাদি কা অমৃত মহোৎসব'-এ স্বাধীনতার ৭৫তম বর্ষকে সামনে রেখে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। যারমধ্যে অন্যতম অজ্ঞাত স্বাধীনতা সংগ্রামীদের লড়াইয়ের কাহিনী সামনে আনা। যাঁদের আত্মত্যাগ এই বহু কাঙ্খিত স্বাধীনতাকে বাস্তবের রূপ দিতে সমর্থ হয়েছিল। এই থিমের অধীনেই ইতিমধ্যে বিরসা মুণ্ডা জয়ন্তী, শহিদ দিবস পালন করা হয়। নেতাজির স্বাধীন ভারতের অস্থায়ী সরকারের ঘোষণার বিষয়ে একাধিক তথ্য প্রকাশ্যে নিয়ে আসা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, আজাদি কা অমৃত মহোৎসব আমাদের দেশের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করবে। যা নতুন সমাজ গড়ে তুলতে সাহায্য করবে।

English summary
Former Gujarat Deputy CM Nitin Patel attacked by a cow during a rally of Har Ghar Tirnga
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X