For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাবেন প্রাক্তন কূটনীতিক হরদীপ পুরী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাবেন প্রাক্তন কূটনীতিক হরদীপ পুরী

  • |
Google Oneindia Bengali News

ভারত সফরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাবেন প্রাক্তন কূটনীতিবিদ হরদীপ পুরী। যদিও কিছুদিন আগেই সরাসরি রাজ্য-রাজনীতির ময়দানে এসেছেন হরদীপ।

২৪ তারিখ ভারত সফরে ট্রাম্প

২৪ তারিখ ভারত সফরে ট্রাম্প

সূত্রের খবর, আগামী ২৪ তারিখ ভারত সফরে আসার সময় মার্কিন প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাবেন ৬৮ বছরের এই প্রাক্তন অসামরিক বিমান চলাচল মন্ত্রী। ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ভারত সফর উপলক্ষে সেজে উঠছে রাজধানী দিল্লি। এবার দিল্লি ও আগ্রার রাস্তা গুলিকেও।

ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আশাবাদী মোদী-ট্রাম্প

ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আশাবাদী মোদী-ট্রাম্প

গত বছর ২৬শে জানুয়ারি ভারত ভ্রমণের জন্য মোদীর তরফ থেকে আমন্ত্রণ থাকলেও তা প্রত্যাখ্যান করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার চলতি মাসের ২৪ তারিখ সস্ত্রীক দুদিনের ভারত সফরে আসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে আসন্ন ভারত সফর নিয়ে একাধিক আশা প্রকাশ করতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। পাশাপাশি এই ক্ষেত্রে মোদীর সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও তুলে ধরেন ট্রাম্প।

২০১৫ সালে বারাক ওবামাকে স্বাগত জানান পীযুষ গোয়েল

২০১৫ সালে বারাক ওবামাকে স্বাগত জানান পীযুষ গোয়েল

এর আগে ২০১৫ সালে কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল তদানন্তীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ভারত সফরকালে অভ্যর্থনা জানান বলেও জানা গেছে। এটি সাধারণত কোনও দেশের রাষ্ট্র প্রধান দেশে এলে সরকারি নীতি। সেই সূত্রেই আবার মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন হারদীপ পুরী। ক্ষমতায় আসার পর এটাই ট্রাম্পের প্রথম ভারত সফর বলেও জানা যাচ্ছে। যদিও এই বছরেই রয়েছে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন।

English summary
former diplomat hardeep puri will welcome us president donald trump
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X