For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভার মুখে দল ছাড়লেন প্রাক্তন কংগ্রেস মহাসচিব, কোটি টাকায় টিকিট বিলির অভিযোগ

লোকসভা ভোটের মুখে কংগ্রেস বিপাকে। দল ছাড়লেন এআইসিসি-র প্রাক্তন সচিব পি সুধাকর রেড্ডি। শুধু দলই ছাড়লেন বর্ষীয়ান নেতা টিকিট বিলি নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করলেন কংগ্রেসের বিরুদ্ধে।

Google Oneindia Bengali News

লোকসভা ভোটের মুখে কংগ্রেস বিপাকে। দল ছাড়লেন এআইসিসি-র প্রাক্তন সচিব পি সুধাকর রেড্ডি। শুধু দলই ছাড়লেন বর্ষীয়ান নেতা টিকিট বিলি নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করলেন কংগ্রেসের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, রাজ্যে লোকসভা নির্বাচনে টিকিট বিলি হচ্ছে কোটি টাকার বিনিময়ে। এই অভিযোগে প্রবল চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

লোকসভার মুখে দলত্যাগ প্রাক্তন কংগ্রেস সচিবের, কোটি টাকায় টিকিট বিলির অভিযোগ

তিনি অভিযোগ করেন, রাজ্যে কংগ্রেসের শোচনীয় অবস্থার জন্য দায়ী দুর্নীতি। তিনি এই মর্মে চিঠি লিখেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে। তিনি লেখেন, লোকসভায় টিকিট দিতে বিপুল টাকার লেনদেন হচ্ছে। এই ধরনের দুর্নীতির সঙ্গে তিনি আপোশ করতে পারছেন না। তাই দল ছাড়তে বাধ্য হচ্ছেন।

তাঁর অভিযোগ, ২০১৮ সালেও টিকিট বণ্টনে এমনই টাকার লেনদেন হয়েছিল। কিন্তু প্রশ্ন উঠেছে রাজ্যের নেতাদের কাছে তিনি কেন এই টাকা লেনদেনের বিষয়টি বলেননি? তিনি বলেন, গোটা বিষয়টি হাইকম্যান্ডকে জানিয়েছিলাম। তাতে কোনও কাজ হয়নি। রাজ্যের নেতারাও এ ব্যাপারে উদাসীন থেকেছেন।

[আরও পড়ুন: রাহুলের ৭২ হাজারের 'ন্যায়' চালু হলে ডিভোর্সের খোরপোশ দেব! আদালতে চমক অভিনেতার][আরও পড়ুন: রাহুলের ৭২ হাজারের 'ন্যায়' চালু হলে ডিভোর্সের খোরপোশ দেব! আদালতে চমক অভিনেতার]

তাঁর আরও অভিযোগ, দেশের নিরাপত্তা ও জঙ্গি সমস্যা নিয়ে দল তাদের অবস্থান বারবার পরিবর্তন করেছে। এতে রাজ্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। দল মানুষের ভাবাবেগ বুঝতে অপারগ। দলে এখন দালালে ছেয়ে গিয়েছে। তাই ওই দলে থাকতে চাই না। রাহুল গান্ধীকে চিঠি লিখে সব জানিয়ে দিয়েছি।

[আরও পড়ুন: 'আমার সমালোচকরা আমায় প্রসিদ্ধ করেছে', মোদীর কটাক্ষ চৌকিদারদের সঙ্গে কন্ফারেন্সে ][আরও পড়ুন: 'আমার সমালোচকরা আমায় প্রসিদ্ধ করেছে', মোদীর কটাক্ষ চৌকিদারদের সঙ্গে কন্ফারেন্সে ]

English summary
Former Congress secretary leaves party alleging crore of money for ticket. P Sudhakar Reddy also writes letter to Rahul Gandhi and complains against state congress.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X