রাজ্য কংগ্রেসেও এবার বড় ভাঙন! ২ প্রভাবশালী প্রাক্তন বিধায়কের যোগ বিজেপিতে
গুজরাত কংগ্রেসে বড় ভাঙন। প্রাক্তন বিধায়ক অল্পেশ ঠাকোর এবং ধাবালসিন জালা বৃহস্পতিবার সরকারিভাবে বিজেপিতে যোগ দেন। গুজরাত বিজেপির সদর দফতরে এক অনুষ্ঠানে তাঁরা যোগ দেন শাসক দলে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি জিতু ভাগানি।

বিধায়ক পদে ইস্তফা
৫ জুলাই বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন অল্পেশ ঠাকোর এবং ধাবালসিন জালা । রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে ভোট দেওয়ার পরেই তাঁরা এই রাস্তা বেছে নেন।

কংগ্রেসে যোগ ২০১৭-তে
গুজরাতের পাটান জেলার রাধাানপুরের প্রাক্তন বিধায়ক ৪৩ বছরের অল্পেশ আগে বলেছিলেন কংগ্রেসে তিনি অখুশি। ২০১৭-র বিধানসভা নির্বাচনে কিছু দিন আগে তিনি কংগ্রেসে
যোগ দিয়েছিলেন। ঠাকোরের কাছের লোক বলেই পরিচিত জালা। তিনি সবরকান্ঠা জেলার বায়াদের বিধায়ক ছিলেন। তিনি বলেছিলেন, বিরোধীদলে স্বাচ্ছন্দ বোধ করছেন না তিনি।

কংগ্রেস থেকে ইস্তফা
২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে এপ্রিলে কংগ্রেসের সব পদ ছেড়েছিলেন ঠাকোর। লোকসভা নির্বাচনে গতবারের মতো এবারও ২৬ টি আসনের সবকটিতেই বিজেপি জয়লাভ
করে। যদিও তিনি বিধায়ক পদে ছিলেন।