For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রকাশ্য দিবালোকে কাশ্মীরে প্রাক্তন কংগ্রেস নেতাকে গুলি করে হত্যা

বুধবার দুপুরে কাশ্মীরের পুলওয়ামা জেলার রাজপোরা এলাকায়অজ্ঞাত পরিচয় জঙ্গিদের হাতে খুন হলেন প্রাক্তন কংগ্রেস ও পিডিপি নেতা গুলাম নবি প্যাটেল।

  • By Amartya Lahiri
  • |
Google Oneindia Bengali News

দিনদুপুরে জম্মু ও কাশ্মীরের রাস্তায় অজ্ঞাত পরিচয় জঙ্গিদের হাতে খুন হলেন প্রাক্তন কংগ্রেস ও পিডিপি নেতা গুলাম নবি প্যাটেল। বুধবার দুপুরে কাশ্মীরের পুলওয়ামা জেলার রাজপোরা এলাকায় এ ঘটনা ঘটে। সন্ত্রাসবাদীরা খুব কাছ থেকে ওই নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েই পালিয়ে যায়। সেসময় তাঁর সঙ্গে দুজন সশস্ত্র নিরাপত্তারক্ষীও ছিলেন। ঘটনায় তাঁরাও গুরুতর আহত হন। ঘটনার পরপরই তিনজনকেই আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পথেই গুলাম নবি প্যাটেলের মৃত্যু হয়। নিরাপত্তারক্ষীদের অবস্থা এখন স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

প্রকাশ্য দিবালোকে কাশ্মীরে প্রাক্তন কংগ্রেস নেতাকে গুলি করে হত্যা

[আরও পড়ুন:প্রকাশ্য দিবালোকে কাশ্মীরে প্রাক্তন কংগ্রেস নেতাকে গুলি করে হত্যা ][আরও পড়ুন:প্রকাশ্য দিবালোকে কাশ্মীরে প্রাক্তন কংগ্রেস নেতাকে গুলি করে হত্যা ]

উপত্যকায় প্রবীণ এই নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি। দ্রুত ঘটনাস্থলে যান জম্মু-কাশ্মীরের পুলিশ আধিকারিকরা। উপস্থিত হন সেনার উচ্চপদস্থ কর্তারাও। গোটা এলাকাটাকে ঘিরে ফেলা হয়। পুলিশ ও সেনা যৌথ তল্লাশি অভিযান চালাচ্ছে।

গুলাম নবী প্যাটেল প্রথমে পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) সংশ্লিষ্ট ছিলেন। পিডিপির পুলওয়ামা শাখার সাধারণ সম্পাদক ছিলেন তিনি। পরে কংগ্রেসে যোগ দেন। কংগ্রেস শোকপ্রকাশের পাশাপাশি এই হত্যাকাণ্ডকে 'নারকীয়' বলে জানিয়েছে।

শোক ব্যক্ত করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও। পাশাপাশি ঘটনার নিন্দাও করেছেন। ট্যুইটে তিনি প্যাটেলের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, '‌জঙ্গিদের হামলায় রাজপোরায় কংগ্রেসের নেতা গুলাম নবি প্যাটেলের মৃত্যু হয়েছে। খুবই হৃদয়বিদারক ঘটনা। তাঁর পরিবারের পাশে রয়েছি। এ ধরনের কাপুরুষোচিত হামলায় একটি পরিবার বিপর্যস্ত করা ছাড়া কিছুই অর্জন করা যায় না।'

[আরও পড়ুন:এই তালিকায় দেশে সবার আগে বিজেপি ][আরও পড়ুন:এই তালিকায় দেশে সবার আগে বিজেপি ]

English summary
Ghulam Nabi Patel, who was earlier associated with the Congress and PDP, was killed when unidentified gunmen opened fire on his vehicle in Rajpora market on Wednesday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X