For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইউপিএ টু সরকারকে সরাতে ভাড়া করা হয়েছিল প্রাক্তন সিএজি বিনোদ রাইকে, চাঞ্চল্যকর অভিযোগ এ রাজার

প্রাক্তন সিএজি বিনোদ রাই একজন ভাড়াটে খুনি। ইউপিএ সরকারকে হত্যা তাঁকে ভাড়া করা হয়েছিল। এমনটাই অভিযোগ করলেন প্রাক্তন টেলিকমমন্ত্রী এ রাজা।

  • |
Google Oneindia Bengali News

প্রাক্তন সিএজি বিনোদ রাই একজন ভাড়াটে খুনি। ইউপিএ সরকারকে হত্যা তাঁকে ভাড়া করা হয়েছিল। এমনটাই অভিযোগ করলেন প্রাক্তন টেলিকমমন্ত্রী এ রাজা। তাঁর আরও অভিযোগ, বিনোদ রাই নিজের ক্ষমতার অপব্যবহার করে দেশকে প্রতারণা করেছেন।

প্রাক্তন সিএজি বিনোদ রাইকে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ এ রাজার

প্রাক্তন টেলিকমমন্ত্রীর অভিযোগ, কিছু শক্তি ইউপিএ-র বিরুদ্ধে কাজ করছিল। তারাই রাইকে তাদের টুল হিসেবে ব্যবহার করে।

বিনোদ রাইকে নিজের ক্ষমতার অপব্যবহার এবং প্রতারণার অভিযোগে অভিযুক্ত করা উচিত বলেও মন্তব্য করেন এ রাজা। তাঁর অভিযোগ, তিনি ( বিনোদ রাই) একজন ভাড়াটে খুনি। ইউপিএ-দুই সরকারকে হত্যা করতে তাঁর ( বিনোদ রাই) কাঁধ ব্যবহার করা হয়েছিল। নিজের লেখা 'টুজি সাগা আনফোল্ডস' নামক বই-এর প্রকাশ অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের সামনে কথাগুলি বলেন এ রাজা।

২০১০ সালে তৎকালীন সিএজি রাই বলেছিলেন, ২০০৮ সালে টুজি স্পেকট্রাম বন্টনে অনিয়ম হয়েছিল। এর ফলে দেশের ক্ষতি হয়েছিল ১ লক্ষ ৭৬ হাজার কোটি টাকা। এ রাজা সেই সময়ে টেলিকমমন্ত্রী ছিলেন।

প্রাক্তন টেলিকমমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্ট সিএজি রিপোর্ট দেখেছে এবং ২জি লাইসেন্স বাতিল করেছে।

এ রাজা ভারতী এয়ারটেলের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। নতুন টেলিকম সংস্থাকে বাজারে আসতে বাধা দিতে মিত্তল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন অভিযোগ করেছেন এ রাজা।

প্রাক্তন সিএজি বিনোদ রাইকে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ এ রাজার

একইসঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর প্রশংসা করেছেন এ রাজা। কাজ করার ব্যাপারে তিনি অনেক সুযোগ দিয়েছিলেন বলে জানিয়েছেন এ রাজা। তাঁর মতে প্রাক্তন প্রধানমন্ত্রী চেয়েছিলেন, স্পেকট্রাম ব্যবহারে সাধারণকে সুযোগ দেওয়া হোক।

এ রাজার মন্ত্রীত্বের সময়েই মোবাইলের কল চার্জ প্রতি মিনিটে দু-চার টাকা থেকে প্রতি মিনিটে ২৫ পয়সায় নেমে আসে।

নিজের লেখা বই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর হাতেও তিনি তুলে দিয়েছেন বলে জানিয়েছেন এ রাজা।

সম্প্রতি সিবিআই আদালত প্রাক্তন টেলিকমমন্ত্রী এ রাজাকে সব অভিযোগ থেকে মুক্তি দিয়েছে।

এ রাজার দাবি, টুজি বিতর্কে লাভবান হয়েছে বিজেপি। বিজেপির সঙ্গে তাঁদের দলের জোটের কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন এ রাজা। রাজা বলেন, তাঁদের দল ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ দলের সঙ্গেই যাবেন তাঁরা। এর কোনও পরিবর্তন হলে, দলের উচ্চ নেতৃত্বই তার নির্ধারণ করবে বলে জানিয়েছেন এ রাজা।

English summary
Former CAG Vinod Rai was a contact killer hired to kill UPA government, alleged former minister A Raja
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X