মুখ্যমন্ত্রীর বাসভবনে প্রাক্তন পুলিশকর্তা! ভোটের লক্ষ্যে যোগদান শাসকদলে
চাকরি থেকে স্বেচ্ছা অবসর নিয়েছিলেন আগেই। এবার যোগ দিলেন শাসকদলে। বিহারের প্রাক্তন ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাসভবনে গিয়ে যোগ দিলেন জেডিইউতে। প্রাক্তন পুলিশ কর্তা জানিয়েছেন, নীতীশ কুমার নিজে তাঁকে ডেকেছিলেন। এরপর তাঁকে দলে যোগ দিতে বলেন।

মুখ্যমন্ত্রীর অনুরোধে জেডিএইতে যোগদান
বিহারের প্রাক্তন ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তাঁকে দলে যোগ দিতে বলেছেন। দল যা বলবে, তাই তিনি করবেন বলে জানিয়েছেন। তিনি সাধারণ মানুষ। সমাজের নিচুর তলার মানুষের সঙ্গে তিনি কাজ করেছেন বলে জানিয়েছেন তিনি।

লোকসভার উপনির্বাচনে দাঁড়াতে পারেন
১৯৮৭ সালের ব্যাচের আইপিএস অফিসার গুপ্তেশ্বর পাণ্ডে। বাল্মিকীনগর লোকসভার উপনির্বাচনে তিনি দাঁড়াতে পারেন বলে সূত্রের খবর। আগামী মাসে বিধানসভা নির্বাচনের সঙ্গে ওই কেন্দ্রের লোকসভা নির্বাচন হতে পারে। অন্যদিকে জল্পনা, নিজের জেলা বক্সার থেকেও তিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত নিয়ে বিতর্কে ছিলেন গুপ্তেশ্বর পাণ্ডে
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন গুপ্তেশ্বর পাণ্ডে। এরপর ২৩ সেপ্টেম্বর অবসরে সিদ্ধান্ত ঘোষণা করে রাজনীতিতে যোগদানের জল্পনা বাড়িয়ে দেন। এরপর তিনি বলেন, এখন তিনি ফ্রি। যা খুশি করতে পারেন। শনিবার তিনি বিহারের মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে দেখা করেন।

বিহারের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা
ইতিমধ্যেই বিহার বিধানসভার নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। তিন দফায় বিহারের নির্বাচন হতে চলেছে। ২৮ অক্টোবর, ৩ নভেম্বর, ৭ নভেম্বর এই নির্বাচন হবে। ১০ নভেম্বর ফল ঘোষণা।

রাস্তা তৈরি নিয়ে দুর্নীতি! দলের পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের ৭ সদস্যের