For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছেলের বিয়ের ভোজে মেতে লালু, তিন দিনের প্যারোল মুক্তির সময় বেড়ে হল ছয় সপ্তাহ

এবার শারীরিক কারণে মুক্তির আবেদন করায় ছয় সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পেয়ে গেলেন লালু।

  • |
Google Oneindia Bengali News

ছেলের বিয়ের জন্য তিন দিনের প্যারোলে মুক্তি পেয়েছিলেন পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। এবার শারীরিক কারণে মুক্তির আবেদন করায় ছয় সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পেয়ে গেলেন লালু। রাঁচির উচ্চ আদালত এদিন এই সিদ্ধান্ত জানিয়েছে।

নতুন প্যারোল লালুর

নতুন প্যারোল লালুর

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, লালুপ্রসাদ যাদবকে মেডিক্যাল গ্রাউন্ডে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় জেল খাটছিলেন লালু। বৃহস্পতিবার ছেলে তেজ প্রতাপের বিয়ে উপলক্ষ্যে তিন দিনের প্যারোলে মুক্তি পেয়েছিলেন লালু। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাতনি ঐশ্বর্য রাইয়ের সঙ্গে তেজ প্রতাপের বিয়ে হচ্ছে।

নির্দেশ রাঁচি আদালতের

নির্দেশ রাঁচি আদালতের

সেই উপলক্ষ্যে লালু বিয়ের ভোজ খেতে মুক্তি পেয়েছিলেন। তবে তার সঙ্গে শারীরিক কারণে আরও দীর্ঘদিন প্যারোলের আবেদন জানানো হয় যা রাঁচির উচ্চ আদালত মেনে নিয়েছে।

নিশ্চিত করেছে পুলিশ

নিশ্চিত করেছে পুলিশ

জেলের ইনস্পেক্টর জেনারেল হর্ষ মঙ্গল জানিয়েছেন, লালুকে প্যারোল দেওয়া হয়েছে। তবে কিছু বিধিনিষেধও রয়েছে যা লালুকে মানতে হবে। লালু সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না। তাঁর প্রতিটি পদক্ষেপ জরিপ করা হবে।

কড়া নিরাপত্তায় লালু

কড়া নিরাপত্তায় লালু

প্যারোলে লালুর নিরাপত্তা নিশ্চিদ্র করে রাখা হবে। দায়িত্বে থাকবেন বিহার এ ঝাড়খণ্ডের পুলিশ কর্তারা। চারজন ডিএসপি পদমর্যাদার পুলিশ লালুর নিরাপত্তার দেখভাল করবেন। জানা গিয়েছে, প্যারোলে লালুর মুক্তির সময় কোনও পার্টি কর্মী, রাজনৈতিক নেতা, সংবাদমাধ্যমের কর্মীর সঙ্গে লালু দেখা-সাক্ষাৎ করতে পারবেন না।

তেজ প্রতাপের বিয়ে

তেজ প্রতাপের বিয়ে

লালুর পুত্র তেজ প্রতাপ যাদব শনিবার পাটনায় বিয়ে করছেন ঐশ্বর্য রাইয়ের সঙ্গে। তিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী দারোগা প্রসাই রাইয়ের নাতনি। এর আগে গত মাসের ১৮ এপ্রিল পাটনায় হোটেল মৌর্য্যয় তেজ প্রতাপ ও ঐশ্বর্যর বাগদান হয়।

English summary
Former Bihar CM Lalu Yadav gets 6-week provisional bail on medical ground by Ranchi High Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X