For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজির জীবনাবসান

  • |
Google Oneindia Bengali News

দেশের বিশিষ্ট আইনবিদ তথা দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজি প্রয়াত। ১৯৩০ সালে মুম্বইতে জন্মগ্রহণ করেন সোলি জাহাঙ্গির সোরাবজি। আইন নিয়ে দীর্ঘ পথ পেরোনার পর ১৯৮৯-৯০ সালে তিনি দেশের প্রথম অ্যাটর্নি জেনারেল হন। দেশের এই মহান আইনবিদের প্রয়াণে শোকস্তব্ধ ভারত। জানা গিয়েছে করোনা আক্রান্ত হয়েই তাঁর জীবনাবসান হয়।

প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজির জীবনাবসান

দেশের একজন বিদগ্ধ মানবাধিকার আইনজীবি হিসাবে পরিচিতি রয়েছে সোরাবজির।নাইজেরিয়াতে তিনি রাষ্ট্রসংঘের তরফে বিশেষ মানবাধিকার আইনজীবি হিসাবে পৌঁছান। সে ঘটনা ১৯৯৭ সালের। সেদেশের মানবাধিকর পরিস্থিতির কথা জানতে তাঁকে সেখানে পাঠানো হয়। রাষ্ট্রসংঘের মানবাধিকারের প্রমোশন প্রটেকশন বিষয়ক সাব কমিশনের চেয়ারম্য়ান হিসাবে তিনি বহুকাল দায়িত্ব সামলেছেন।

ভারতের বুকে আইনের একজন বিশিষ্ট ছাত্র ছিলেন সোলি সোরাবজি। কলেজে পড়াকালীনই তিনি স্বর্ণপদক পান। ১৯৭১ সালে বম্বে হাইকোর্টে তিনি সিনিয়র অ্যাডভোকেট হিসাবে সংযুক্ত হন। ধীরে ধীরে বম্বে থেকে রাজধানীর দিকে যাত্রা করেন সোলি সোরাবজি। এমন এক ব্যক্তিত্বের মৃত্যুতে দেশের আইন সংক্রান্ত মহলে শোকের ছায়া নেমে এসেছে।

English summary
Former Attorney General For India Soli Sorabjee Passed Away
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X