For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর নামও নেই অসমের নাগরিকপঞ্জীতে

অসমের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর নাম জাতীয় নাগরিকপঞ্জীর তালিকা থেকে বাদ গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

অসমের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর নাম জাতীয় নাগরিকপঞ্জীর তালিকা থেকে বাদ গিয়েছে। তিনি সঈদা আনোয়ারা তৈমুর। শুধু অসমের প্রথম ও একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হিসাবেই নয়, তিনি মুসলিম সমাজ থেকে দেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হয়ে রেকর্ড গড়েন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় থাকেন। নাম বাদ পড়ায় পরিবার নিয়ে অসমে ফেরার তোড়জোড় করছেন। এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা এএনআই।

একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর নামও নেই অসমের নাগরিকপঞ্জীতে!

নাম বাদ যাওয়া প্রসঙ্গে আনোয়ারা তৈমুর বলেছেন, আমার নাম বাদ পড়াটা দুঃখের। অগাস্টের শেষ সপ্তাহে দেশে ফিরব। তখন আমার ও পরিবারের সদস্যদের নাম তোলার কাজ করব।

আনোয়ারা তৈমুর ভারতের জাতীয় কংগ্রেসের সদস্যা ছিলেন। এআইসিসি-র সদস্যাও ছিলেন। ১৯৮০ সালের ডিসেম্বর থেকে ১৯৮১ সালের জুন পর্যন্ত অসমে মুখ্যমন্ত্রিত্বের পদ সামলান তিনি।

[আরও পড়ুন: দিলীপ-মুকুলদের এনআরসি-প্রচারের নির্দেশ মোদী-অমিতের, বাংলায় 'সাবধানী' বিজেপি][আরও পড়ুন: দিলীপ-মুকুলদের এনআরসি-প্রচারের নির্দেশ মোদী-অমিতের, বাংলায় 'সাবধানী' বিজেপি]

শারীরিক কারণে গত কয়েকবছর ধরে অস্ট্রেলিয়াতে থাকছেন আনোয়ারা। যার ফলে নাগরিকপঞ্জীতে তাঁর নাম ওঠেনি। এর আগে প্রাক্তন রাষ্ট্রপতি ফকরুদ্দিনের ভাইপোর নাম তালিকা থেকে বাদ যায়। এবার বাদ চলে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীও।

[আরও পড়ুন: মমতার আগেই মোদীর ব্রিগেড! মিশন ২০১৯-এ পরিকল্পনা-বদলের সম্ভাবনা বিজেপির][আরও পড়ুন: মমতার আগেই মোদীর ব্রিগেড! মিশন ২০১৯-এ পরিকল্পনা-বদলের সম্ভাবনা বিজেপির]

English summary
Former Assam CM Syeda Anwara Taimur not included in final draft of NRC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X