For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়ি থেকে উদ্ধার অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী কালিখো পুলের ঝুলন্ত দেহ

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

ইটানগর, ৯ আগস্ট : অরুণাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কালিখো পুলকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার তাঁর বাড়ি থেকেই পুলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকেই জুলাই অরুণাচলের মুখ্যমন্ত্রী ছিলেন পুল।

মিডিয়া সূত্রের খবর বাড়িতে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন পুল। যদিও এই খবর কতদুর সত্যি সে বিষয় এখনও কিছু নিশ্চিতভাবে জানায়নি পুলিশ।

বাড়ি থেকে উদ্ধার অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃতদেহ, চাঞ্চল্য

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর মাস থেকেই অরুণাচল প্রদেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল। ৬০ সদস্যের বিধানসভায় ৪৭ জন কংগ্রেস বিধায়ক ছিলেন। তার মধ্যে ২১ জন মুখ্যমন্ত্রী নবাম টুকির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এরপর রাজ্যপালের হস্তক্ষেপে বিধানসভার অধিবেশনে ভোটাভুটিতে কংগ্রেস সরকার পড়ে যায়।

বিদ্রোহী কংগ্রেস বিধায়ক ও ২ জন নির্দল বিধায়কের সঙ্গে হাত মেলায়। ১১ জন বিজেপি বিধায়ক বাইরে থেকে সমর্থন দিয়ে নতুন সরকার গড়েন। গত ১৯ ফেব্রুয়ারি বিদ্রোহী কংগ্রেস বিধায়ক কালিখো পুল মুখ্যমন্ত্রী হয়েছিলেন।

রাজ্যপালের নির্দেশ ও ভোটাভুটির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানায় কংগ্রেস। সেই মামলায় আদালত নবাম টুকিকে ফিরিয়ে আনার সপক্ষে রায় দেওয়ায় মুখ্যমন্ত্রীত্ব হারান পুল।

৪৬ বছরের কালিখো পুল অরুণাচলের অষ্টম মুখ্যমন্ত্রী হয়েছিলেন। খুব অল্প বয়সে তাঁর মা-বাবা মারা যান। এরপর ছুতোরের কাজ শিখে কাঠের আসবাব বিক্রি করে আয় করতেন। ২১২ টাকা প্রতিমাসের হিসাবে চৌকিদারির কাজও করতেন। নাইট স্কুলে পড়ার টাকা রোজকার করতে পান-বিড়িও বিক্রি করতেন।

যে তিনবছর কলেজে পড়েছিলেন সেই তিন বছরই কলেজের ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন পুল। ১৯৯৫ সালে কংগ্রেসের টিকিটে বিধায়ক হন। এবং পরে মন্ত্রী হন। ২৩ বছরের বিধায়ক জীবনের ২২ বছরই মন্ত্রী ছিলেন প্রয়াত কালিখো পুল।

English summary
Former Arunachal CM Kalikho Pul found dead
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X