রাফালে নিয়ে সুপ্রিম রায় সামরিক বাহিনীর উপর ইতিবাচক প্রভাব ফেলবে, দাবি ধানোয়ার
রাফায়েল চুক্তি প্রসঙ্গে সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকারকে দেওয়ার পরই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। একের পর এক মন্তব্য শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে। এবার এই প্রসঙ্গে বলতে গিয়ে প্রাক্তন বায়ু সেনা প্রধান বিএস ধনোয়া বলেন, “ভারতীয় বিমানবাহিনী যখন রাফায়েল চুক্তি রক্ষা করেছিল তখন রাজনীতির ময়দানে কাদা ছোড়াছুড়ি চলছিল।”

ভারতীয় বিমান বাহিনীর প্রধান থাকাকালীন ধনয়ের সময়কালে ৩৬টি ফরাসি যুদ্ধ বিমান রাফায়েল জেট কেনার প্রসঙ্গে কিছু বিতর্ক দেখা দেয়। কেন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ ওঠে বেআইনি ভাবে ৫৯,০০০ কোটি ব্যয়ের এই চুক্তি সাক্ষরিত করার। দেশ জুড়ে শুরু হয় জোর রাজনৈতিক তরজা। লোকসভা ভোটের প্রাক্কালে মোদী সরকারকে শূলে চড়িয়ে রাফায়েল ইস্যুতে কোমর বেঁধে মাঠে নামে কংগ্রেস সহ প্রায় সমস্ত বিরোধী দলই। যদিও ওই চুক্তিকে সমর্থন করেন এই প্রাক্তন বায়ু সেনা অধিকর্তা।
পরবর্তীকালে সুপ্রিম কোর্টের রায়ে ২০১৮ সালের ১৪ই ডিসেম্বর রাফায়েল কেলেঙ্কারি মামলায় ক্লিন চিট পায় কেন্দ্র সরকার। এরপরই সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে একগুচ্ছ রিভিউ পিটিশন জমা দেয় বিরোধীরা।
এবার বৃহস্পতিবার দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ রাফায়েল মামলার পুনর্বিবেচনার রায় খারিজ করে ফের 'দুর্নীতি মুক্ত’ ঘোষণা করল বিজেপি সরকারকে। রাফায়েল চুক্তিতে আর কোনও তদন্তের প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে দেয় দেশের শীর্ষ আদালত।
বৃহস্পতিবার রায় ঘোষণার পর ওই প্রাক্তন বায়ু সেনা প্রধান বলেন, “ সুপ্রিম কোর্টের এই রায়কে আমি স্বাগত জানাই। এই রায়ের পর সরকারের অবস্থানের সত্যতা আবারও প্রমাণিত হলো। আমরা খুশি যে অবশেষে বিতর্কটিতে ইতি টানা সম্ভব হয়েছে।”
বি এস ধনোয়া ৪১ বছর মেয়াদ শেষে সেপ্টেম্বরেই ভারতীয় বায়ু সেনা থেকে অবসর গ্রহণ করেন। বিতর্কিত রাফায়েল ইস্যু প্রসঙ্গে তিনি আরও বলেন, “ স্বচ্ছ ভাবেই গোটা চুক্তিটি সম্পন্ন হয়েছিল। শীর্ষ আদালতের এই রায়ের পর ভারতীয় বায়ু সেনা ও নৌবাহিনী ছাড়াও গোটা ভারতের গোটা সামরিক বাহিনীর প্রতি ইতিবাচক প্রভাব ফেলবে। ”