For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কাশ্মীরে উন্নতি শুরু হলে পাকিস্তানের ৭০ বছরের প্ল্যান তছনছ হয়ে যাবে', দাবি বিদেশমন্ত্রী জয়শঙ্করের

  • |
Google Oneindia Bengali News

ইসলামাবাদ এই মুহূর্তে কাশ্মীর ইস্যুতে বিশ্বের দরবারে নিজের অবস্থান জোরালো করতে তৎপর হয়েছে। কাশ্মীর থেকে ৩৭০ ধারা ভারত তুলে নেওয়ার পর থেকেই ইমরান সরকার নিজের অবস্থান নিয়ে পাক রাজনীতিতে পোক্ত জমি হারিয়েছে। এবার পাকিস্তানে ভোট ব্যাঙ্ক রাজনীতি উস্কে দিতে ইমরান সরকার কাশ্মীর ইস্যুতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। এদিকে, পাকিস্তানের 'কাশ্মীর নীতি' কে কটাক্ষ করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও ইসলামাবাদকে একহাত নিতে ছাড়েননি।

ওয়াশিংটনে জয়শঙ্কর

মার্কিন সফরে গিয়ে ওয়াশিংটনে ভারতীয় বিদেশমন্ত্রী এক আলোচনা সভায় যোগ দেন। যে আলোচনা সভায় কাশ্মীর প্রসঙ্গ ওঠে। সেখানেই ভারতীয় বিদেশমন্ত্রী জানান, একবার জম্মু ও কাশ্মীরে উন্নতি শুরু হলে , পাকিস্তানের গড়া গত ৭০ বছরের গেমপ্ল্যান তছনছ হয়ে যাবে। এক মার্কিন কূটনীতিবিদকে এই কথা সাফ জানান জয়শঙ্কর।

 স্বার্থান্বেষী মনোভাব পাকিস্তানের

স্বার্থান্বেষী মনোভাব পাকিস্তানের

অনুষ্ঠানে বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানান, কাশ্মীরের মানুষের জন্য নয়, পাকিস্তান নিজের স্বার্থের জন্য গত ৭০ বছর ধরে পরিকল্পনা করে আসছে। আর সেই পরিকল্পনাতে ভারতের সাম্প্রতিক পদক্ষেপ জল ঢেলে দিয়েছে।

 জম্মু ও কাশ্মীরের উন্নতি

জম্মু ও কাশ্মীরের উন্নতি

এদিন ভারতীয় বিদেশমন্ত্রী জানান, ভারত এই মুহূর্তে জম্মু ও কাশ্মীরের উন্নতির জন্য সচেষ্ট। আর তা হবেই। এর আগে কাশ্মীরের রাজ্যপাল বলেছিন, 'পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা একদিন পাকিস্তানের অত্যাচারে আতঙ্কিত হয়ে ভারতে আসবার চেষ্টা করবেন, .. এমন দিন আর দূরে নেই। '

English summary
Foreign minister Jaishankar says Once growth starts in J&K, Pakistan's 70 year's plans will collapse .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X