For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এপ্রিলের পর আবারও দেশের জিডিপি কমে দাঁড়াল ৬.১ শতাংশে

এপ্রিলের পর আবারও দেশের জিডিপি কমে দাঁড়ালো ৬.১ শতাংশে

  • |
Google Oneindia Bengali News

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কর্তৃক প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের তথ্য অনুযায়ী ভারতের সমষ্টিগত অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপির পরিমাণ কমে দাঁড়ালো ৬.১ শতাংশে। গত জুলাইতে যা ছিল ৭শতাংশের কাছাকাছি। গত সাত মাসে ১২০ বেসিক পয়েন্ট কমে এই নিয়ে দ্বিতীয়বার দেশের জিডিপি নিম্নমুখী হওয়ায় স্বাভাবিক ভাবেই চিন্তার ভাঁজ অর্থনৈতিক বিশেষজ্ঞদের কপালে।

এপ্রিলের পর আবারও দেশের জিডিপি কমে দাঁড়াল ৬.১ শতাংশে


অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের (আইএমএফ) এপর এক তথ্য মারফত জানা যাচ্ছে সাড়া বিশ্ব জুড়েই গত জুলাইয়ের ৩.২শতাংশ জিডিপি বর্তমানে কমে দাঁড়িয়েছে ৩শতাংশে।

অন্যদিকে ঘরোয়া চাহিদা কমে যাওয়ার কারণে গত এপ্রিলে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের প্রস্তাবিত তথ্যেরও বিশেষ হেরফের দেখা যাচ্ছে। এই রিপোর্টে দেখা যাচ্ছে ২০১৯শের ১.২শতাংশ থেকে জিডিপি বৃদ্ধির হার কমে ২০২০তে তা দাঁড়াবে ০.৫ শতাংশে। দেশের জন্য সঠিক অর্থনৈতিক নীতির প্রণয়নের পাশাপাশি, কর্পোরেট আয়কর ছাড়ের মাধ্যমে জিডিপির এই পারা পতন একমাত্র রোখা সম্ভব বলেই মত প্রকাশ করেছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

আইএমএফের তথ্যানুসন্ধানী বিভাগের ইকোনমিক কাউন্সিলর ও পরিচালক গীতা গোপিনাথের মতে বিগত কয়েক মাসে বিশ্ব-বাণিজ্যে পারা পতনের ফলেই জিডিপির হার মূলত নিম্নমুখী হয়েছে। তিনি আরও বলেন চিন ও আমেরিকার বাণিজ্যিক দ্বন্দ্বের কারণেই ২০২০ সালের মধ্যে সাড়া বিশ্বব্যাপী জিডিপি ০.৮ শতাংশ কমছে।

আগামিকালের মধ্যে বিবাদ মেটান, অযোধ্যা মামলায় নির্দেশ প্রধান বিচারপতি গগৈ-এরআগামিকালের মধ্যে বিবাদ মেটান, অযোধ্যা মামলায় নির্দেশ প্রধান বিচারপতি গগৈ-এর

English summary
For the second time in the last seven months, the country's GDP has dropped
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X