For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহিলাদের সুরক্ষায় দিল্লিতে ১৩ হাজার বাস মার্শাল নিয়োগ, ভাইদুজের উপহার কেজরিওয়ালের

মহিলাদের সুরক্ষায় দিল্লিতে ১৩ হাজার বাস মার্শাল নিয়োগ, ভাইদুজের উপহার কেজরিওয়ালের

Google Oneindia Bengali News

ভাইদুজ বা ভাইফোঁটায় দিল্লির মহিলাদের সুরক্ষায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিয়োগ করলেন ১৩ হাজার বাস মার্শাল। তিনি জানান, মঙ্গলবার থেকে শহরের রাস্তায় ১৩ হাজার বাস মার্শাল থাকবে। কিছুদিন আগেই আপ সরকার ঘোষণা করেছে যে ডিটিসি বাসে মেয়েরা বিনামূল্যে যাতায়াত করতে পারবে। এবার দিল্লিতে মার্শাল নিয়োগ করে নিরাপত্তা বৃদ্ধি করা হল।

মহিলাদের সুরক্ষায় দিল্লিতে ১৩ হাজার বাস চলবে, ভাইদুজের উপহার কেজরিওয়ালের


ত্যাগরাজ স্টেডিয়ামের সমাবেশ বক্তব্য করতে গিয়ে অরবিন্দ কেজরিওয়াল দিল্লিবাসীর কাছে সরকারি বাসে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে আর্জি জানান। মার্শালদের নিয়োগ করা হয় দিল্লিতে। তিনি এই নতুন পদক্ষেপ নিয়ে যথেষ্ট আশাবাদী এবং তিনি আশ্বাস দেন যে বাসে মহিলারা নিরাপদ থাকবেন। মুখ্যমন্ত্রী বলেন, '‌মঙ্গলবার ভাইদুজের পবিত্র দিনে আমরা মার্শাল নিয়োগ করে সেই নিরাপত্তা বৃদ্ধি করছি মহিলাদের।

মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে আপ সরকার যে হারে মার্শালের সংখ্যা বাড়িয়েছে তা বিশ্বে কোথাও হয়নি বলে মনে করিয়ে দেয় আপ সরকার। অরবিন্দ কেজরিওয়াল বলেন, '‌দিল্লি একটা বড় পরিবারের মতো। আর আমি সেই পরিবারের বড় সন্তান। আর বড় সন্তান হওয়ার সুবাদে আমি দিল্লির সব বোন, মা ও মেয়েদের এটা উপহার।

এ বছরের ৩ জুন আপ সরকারের পক্ষ থেকে বাস–মেট্রোতে বিনামূল্যে মহিলাদের যাতায়াত করার প্রস্তাব রাখা হয়েছিল। এই পদক্ষেপ নিয়ে কেজরিওয়াল জানিয়েছিলেন যে, এই প্রস্তাব পাশ হয়ে গেলে সরকারের ৭০০–৮০০ কোটি টাকা ব্যয় হবে। তবে এই প্রকল্পের সুবিধা কারও ওপর চাপানো হবে না। মহিলারা চাইলে টিকিট কিনতে পারেন। মঙ্গলবার থেকে সব ডিটিডিসি বাসেই এই বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাবেন দিল্লির মহিলারা।

English summary
for the safety of women there will be 13 thousand buses in delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X