For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যে ভাবে কর্ণাটকের এই কংগ্রেস নেতা একাই 'হারিয়ে' দিলেন বিজেপিকে

দিনের হিরো কর্ণাটক কংগ্রেসের নেতা ডিকে শিবকুমার। তিনি শুধু কংগ্রেসকেই একসঙ্গে রাখেননি, তিনি জেডিএসকেও একসঙ্গে রেখেছেন। গত কয়েক মাসে শিবকুমারের এটি দ্বিতীয় কর্ম দক্ষতা।

  • |
Google Oneindia Bengali News

দিনের হিরো কর্ণাটক কংগ্রেসের নেতা ডিকে শিবকুমার। তিনি শুধু কংগ্রেসকেই একসঙ্গে রাখেননি, তিনি জেডিএসকেও একসঙ্গে রেখেছেন। গত কয়েক মাসে শিবকুমারের এটি দ্বিতীয় কর্ম দক্ষতা। মাস কয়েক আগে গুজরাতের কংগ্রেস বিধায়কদের একত্রিত করতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছিলেন তিনি।

যে ভাবে কর্ণাটকের এই কংগ্রেস নেতা একাই হারিয়ে দিলেন বিজেপিকে

যখনই কংগ্রেসে সংকট তৈরি হয়, তখনই বিধায়করা আশ্রয়ের খোঁজে যান ডিকে শিবকুমারের কাছে। মাস কয়েক আগে গুজরাতে রাজ্যসভা নির্বাচনের সময় গুজরাতের বিধায়কের একত্রিত রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। যথেষ্ট দক্ষতার সঙ্গে সেই দায়িত্ব পালন করেছিলেন তিনি।

তিনি বিধায়কদের বেঙ্গালুরুর কাছেই বিদাদির এগলেটন রিসর্ট নিয়ে গিয়েছিলেন বিধায়কদের। বিধায়কদের কোনও ভাবেই কেনা-বেচায় অংশ নিতে দেওয়া হবে না বলে দলকে আশ্বস্ত করেছিলেন তিনি। সেই সময় তাঁর বিরুদ্ধে আয়কর দফতরের অভিযানও হয়। কিন্তু তাতেও দমে যাননি এই কংগ্রেস নেতা। সব বিধায়কদের অক্ষত রেখেছিলেন তিনি।

আগে সফল হওয়ার এবারও দায়িত্ব দেওয়া হয় ডিকে শিবকুমারকে। বিজেপি সরকার গঠনের দাবি জানানোর সময়েই কংগ্রেস ও জেডিএস বিধায়কদের রক্ষা করার দায়িত্ব দেওয়া হয় তাঁকে। ডিকে শিবকুমার প্রথমেই বিধায়কদের সরিয়ে দেন এগলেটন রিসর্টে। কিন্তু আগের বারের থেকেও এবারের কাজ কঠিন ছিল বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। কেননা রিসর্টের নিরাপত্তা তুলে নেওয়ার পর তিনি বিধায়কদের বেঙ্গালুরুর বাইরে পাঠিয়ে দেন বলে জানা গিয়েছে।

বিধায়কদের প্রথমে কেরলে পাঠানোর কথা বললেও, বিধায়কদের পাঠানো হয় হায়দরাবাদে। বিধায়করা হায়দরাবাদে পৌঁছনোর পর নির্দিষ্ট থাকা বাস বদলে দিয়ে অন্য বাসে বিধায়কদের নিয়ে যাওয়া হয়। এমন কি যে হোটেলে বিধায়কদের তুলেছিলেন, নিরাপত্তার কারণে সেই হোটেলও বদল করেন তিনি। কোনওভাবেই কোনও বিধায়কের কাছে বিজেপির নাগাল পৌঁছতে দেননি ডিকে শিবকুমার।

English summary
For the Karnataka Congress the hero of the day is D K Shivakumar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X