For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে সেই রাতে সরকার গঠন নিয়ে ফড়নবীশকে কে ফোন করেছিলেন! 'পাওয়ার' শিবির নিয়ে সরব দেবেন্দ্র

মহারাষ্ট্রে সেই রাতে সরকার গঠন নিয়ে ফড়নবীশকে কে ফোন করেছিলেন! 'পাওয়ার' শিবির নিয়ে সরব দেবেন্দ্র

  • |
Google Oneindia Bengali News

২৩ নভেম্বর ভোররাতে গোটা দেশকে চমকে দিয়ে বিজেপির সঙ্গে জোট বেঁধে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন মহারাষ্ট্রের এনসিপি নেতা অজিত পাওয়ার। আর সেদিন রাজ্যপালের সামনে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ। কিন্তু কাকা শরদের শিবির হঠাৎ মাঝরাতে ছেড়ে এসে কেন বিজেপির সঙ্গে যোগ দিয়েছিলেন অজিত, সেই প্রশ্ন মারাঠাভূমে এখনও অনেককে ভাবাচ্ছে। প্রশ্ন উঠছে অজিতের অবস্থান মিনিটে মিনিটে বদলের নেপথ্যে কোন রাজনীতি ছিল? যার জবাব দিতে গিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ।

দেবেন্দ্রকে ফোন করে সরকার গড়ার প্রস্তাব কে দেন?

দেবেন্দ্রকে ফোন করে সরকার গড়ার প্রস্তাব কে দেন?

গোটা দেশ ২৩ নভেম্বরের পর ভেবেছিল মহারাষ্ট্রে পুনরায় বিজেপির সরকার গঠনের নেপথ্যে থাকতে পারেন বিজেপির চাণক্য অমিত শাহ। কিন্তু সেই দাবিকে নস্যাৎ করে দেবেন্দ্র ফড়নবীশ জানিয়ে দেন, যে এনসিপিতে ভাঙন তাঁরা লাগাননি। বরং এনসিপি থেকেই অজিত পাওয়ার শিবির বিজেপির সঙ্গে যোগাযোগ করে সরকার গঠনের ডাক দিয়েছিল।

অজিতের ফোন দেবেন্দ্রকে?

অজিতের ফোন দেবেন্দ্রকে?

দেবেন্দ্র ফড়নবীশ জানান, সেই রাতে তাঁর কাছে ফোন এসেছিল অজিত শিবিরের তরফে। অজিত পাওয়ার নিজে ফোন জানান, এনসিপির ৫৪ জন বিধায়ক বিজেপিকে সমর্থন করতে রাজি। আর তার সূত্রেই গড়া হবে সরকার।

'অজিত বলেছিলেন, কংগ্রেসের সঙ্গে সরকার চাননা তাঁরা'

'অজিত বলেছিলেন, কংগ্রেসের সঙ্গে সরকার চাননা তাঁরা'

যে রাতে দেবেন্দ্রর কাছে সরকার গড়তে চেয়ে অজিত পাওয়ার ফোন করেন, সেই রাতেই কংগ্রেস -এনসিপি বৈঠক হয়েছিল। যেখানে দুই পক্ষের বিধায়কদের আলোচনায় মধ্যে প্রবল উত্তেজনা দেখা যায়। এরপরই অজিত পাওয়ার দেবেন্দ্র ফড়নবীশকে জানিয়ে দেন যে তাঁরা কংগ্রেসের সঙ্গে নয় বিজেপির সঙ্গে সরকার গড়তে চান। আর এনিয়ে নিজের দলে ৫৪ জন বিধায়কের সমর্থন এনসিপি বিজেপিকে দেবে। এমনই দাবি করেন দেবেন্দ্র ফড়নবীশ। তিনি এক সাম্প্রতিক সাক্ষাৎকারে স্পষ্ট জানান, আগামী দিনে এই উত্তেজক রাজনৈতিক অধ্যায়ের আড়ালের ঘটনা তিনি প্রকাশ্যে আনবেন।

অপরাধীদের বিচারের পদ্ধতি নিয়ে এগোল বাংলাদেশ! নতুন চিন্তাভাবনা হাসিনা সরকারেরঅপরাধীদের বিচারের পদ্ধতি নিয়ে এগোল বাংলাদেশ! নতুন চিন্তাভাবনা হাসিনা সরকারের

English summary
For Maharashtra Government formation Ajit Power approched us,says Fadnavish.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X