For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটক- তামিলনাড়ুতে জঙ্গি শিবির আইএস-এর ডেরা ! দক্ষিণ ভারতের ২৫ টি এলাকায় কী ঘটছে

  • |
Google Oneindia Bengali News

ঘটনার সূত্রপাত তামিলনাড়ুর স্পেশ্যাল সাব ইন্সপেক্টর ওয়াই উইলসনকে নিয়ে । তাঁর মৃত্যু রহস্যের তদন্ত করতে নেমে দক্ষিণ ভারত জুড়ে জঙ্গি সংগঠন আইএসআইএস এর একের পর এক 'জাল' এর হদিশ পেয়ে চলেছে এনআইএ। আর তা ঘিরেই শুরু হয়ে গিয়েছে চিরুনি তল্লাশি।

 পুলিশ কর্তার খুন ও দুটি নাম

পুলিশ কর্তার খুন ও দুটি নাম

তামিলনাড়ির এই তাবড় পুলিশ কর্তার খুন ঘিরে দুটি নাম উঠছে, একটি এ আব্দুল শামিম অন্যটি তৌফিক। অভিযোগ এরাই খুন করেছে তামিল পুলিশ অফিসারকে। জানুয়ারির ৮ তারিখে কেরল-তামিলনাড়ু সীমান্তের এই খুন একের পর এক পর্দা কার্যত ফাঁস করে দিচ্ছে আইএসএর চক্রের।

 প্রতিশোধে খুন!

প্রতিশোধে খুন!

খুনের কয়েকদিন বাদেই কর্ণাটকের উডুপি থেকে গ্রেফতার হয়েছে ২ জন। জানা গিয়েছে আইএস জঙ্গি সি খাজা মইনকে দিল্লি থেকে পুলিশ গ্রেফতার করার প্রতিশোধ নিতেই তামিলনাড়ুর পুলিশ অফিসারকে খুন করে দুই অভিযুক্ত। আর এই খুনের কিনারা করতে গিয়ে পুলিশ একের পর এক আইএস ডেরার খোঁজ পেতে শুরু করে।

 কর্ণাটক তামিলনাড়ুর ২৫ টি জায়গায় তল্লাশি

কর্ণাটক তামিলনাড়ুর ২৫ টি জায়গায় তল্লাশি


আর এমন পরিস্থিতিতে কর্ণাটক ও তামিলনাড়ু জুড়ে মোট ২৫ টি জায়গায় তল্লাশি চালাতে শুরু করেছে এনাইএ। জাতীয় তদন্ত কারী সংস্থা আপাতত দেশের ২৫ টি জায়গার খোঁজে রয়েছে। যেখানে আইএস যোগ থাকতে পারে। মনে করা হচ্ছে, ভুয়ো নথি দিয়ে সেখানে সিম কার্জ হাতিয়ে নিয়ে দক্ষিণ ভারত জুড়ে জাল বিছিয়ে বসেছে আইএস জঙ্গিরা।

English summary
For ISIS related cases NIA conducted serches in Tamilnadu and Karnataka .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X