For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিঙ্গা ইস্যুতে নিজের অবস্থানে অনড় থেকে শেষমেশ এই পদক্ষেপ নিল কেন্দ্র

ভারতের তরফে ৭ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাকে মায়ানমারে ফিরিয়ে দেওয়া হল। রোহিঙ্গা ইস্যুতে এই প্রথমবার এমন পদক্ষেপ নিল কেন্দ্র। এই ৭ রোহিঙ্গাকে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত চলেছে বহু চাপানোতর।

  • |
Google Oneindia Bengali News

ভারতের তরফে ৭ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাকে মায়ানমারে ফিরিয়ে দেওয়া হল। রোহিঙ্গা ইস্যুতে এই প্রথমবার এমন পদক্ষেপ নিল কেন্দ্র। এই ৭ রোহিঙ্গাকে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত চলেছে বহু চাপানোতর। শেষ শীর্ষ আদালত এই বিষয়ের মধ্যে থাকবে না বলে জানিয়ে দেয়। ফলে মায়ানমারের হাতে ওই ৭ রোহিঙ্গাকে তুলে দেওয়া নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তই বহার থাকে।

রোহিঙ্গাদের প্রসঙ্গে যা জানানো হয়েছে

রোহিঙ্গাদের প্রসঙ্গে যা জানানো হয়েছে

অসমের সীমান্ত পুলিশের ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, ৭জন রোহিঙ্গাকে মায়ানমারের হাতে তুলে দিয়েছে ভারত। মণিপুরের মোরাহ সীমান্তে মায়নমার প্রশাসনের হাতে তাঁদের তুলে দেওয়া হয়।

এর আগে কী ঘটে?

এর আগে কী ঘটে?

২০১২ সাল থেকে অসমের জেলে বন্দি রয়েছে ওই ৭ জন অনুপ্রবেশকারী রোহিঙ্গা। বহুদিন ধরেই তাঁদের নিয়ে বিতর্ক চলছিল। তাঁদের মায়ানমারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বহুবার সমালোচনার মুখে পড়ে কেন্দ্রীয় সরকার।

সুপ্রিমকোর্ট যা জানায়

সুপ্রিমকোর্ট যা জানায়

রোহিঙ্গাদের মায়ানমারে পাঠিয়ে দেওয়ার ইস্যুতে শীর্ষ আদালতে পিটিশন দাখিল করেন দুই রোহিঙ্গা। রোহিঙ্গা ইস্যুতে কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এই আবেদন করা হয়। তবে বিষয়টির মধ্যে আদালত নাক গলাবে না বলে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট।

রাষ্ট্রসংঘ কী বলেছে ?

রাষ্ট্রসংঘ কী বলেছে ?

এর আগে, রাষ্ট্রসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, মায়ানমারের রাখিনেতে বর্তমান পরিস্থিতি মোটও ভালো নয়। সেখানে নিরাপত্তা নেই বললেই চলে রোহিঙ্গাদের জন্য। ফলে এমন অবস্থায় ভারত যে ৭ জন রোহিঙ্গাকে 'অবৈধ অনুপ্রবেশকারী ' হিসাবে চিহ্নিত করেছে , তাঁদের মায়ানমারে পাঠানো উচিত হবে না। এমনই মত রাষ্ট্রসংঘের শরনার্থী সংক্রান্ত বিভাগের।

[আরও পড়ুন: ৭ অনুপ্রবেশকারী রোহিঙ্গা ইস্যুতে সুপ্রিম কোর্টের পদক্ষেপের পর এই সিদ্ধান্ত নিল ভারত ][আরও পড়ুন: ৭ অনুপ্রবেশকারী রোহিঙ্গা ইস্যুতে সুপ্রিম কোর্টের পদক্ষেপের পর এই সিদ্ধান্ত নিল ভারত ]

English summary
For first time, India deports seven Rohingya immigrants to Myanmar .India on Thursday deported seven Rohingya immigrants, who have been staying in Assam illegally, to their country of origin Myanmar, in a first such move.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X