For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জননী সুরক্ষা যোজনার সুবিধা পেতে ১০ মাসে ৫ বার মা হলেন ৬০ বছরের মহিলা?!

Google Oneindia Bengali News

বারেলি, ২ জুলাই : ১০ মাসে ৫ বার মা হলেন একই মহিলা?!

উত্তরপ্রদেশে জননী সুরক্ষা যোজনার অডিটে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল। জননী সুরক্ষা যোজনার মাধ্যমে সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে সদ্য মা হওয়া মহিলাদের জন্য উন্নত মানের খাবার দেওয়া হয়। যে দিনই শিশুর জন্ম দেবেন মা তার পর থেকেই এই যোজনার আওতায় তিনি আসতে পারবেন।

জননী সুরক্ষা যোজনার সুবিধা পেতে ১০ মাসে ৫ বার মা হলেন ৬০ বছরের মহিলা?!

কিন্তু উত্তরপ্রদেশে এই জননী সুরক্ষা যোজনার সুবিধাভোগীদের অডিটে উঠে এল যোজনা বাস্তবায়নে অনিয়মের চমকে দেওয়া তথ্য।

এই যোজনার আওতায় আসতে এক মহিলা চার মাসে নিজেকে ৩ বার গর্ভবতী বলে দাবি করেছেন। অন্যদিকে এক মহিলা যিনি গত ১২ বছরে গর্ভধারণ করেননি তিনি স্বাস্থ্য দফতরের থেকে ১৪০০ টাকা করে পাচ্ছেন। সবথেকে চমকে দেওয়া ঘটনা হল বাহারিচে ৬০ বছরের এক বৃদ্ধা ১০ মাসে ৫ বার গর্ভবতী হয়েছেন।

এই যোজনা বাস্তবায়নে যে আধিকারিকরা রয়েছেন তাদের বিরুদ্ধে এবার তদন্ত শুরু হল। কারণ অডিটে এই যোজনায় গোলযোগের স্পষ্ট তথ্যপ্রমাণ মিলেছে।

৬০ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিলেন মুম্বইয়ের 'বৃদ্ধা'!৬০ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিলেন মুম্বইয়ের 'বৃদ্ধা'!

অডিট আধিকারিকদের কথায়, উত্তরপ্রদেশে এই জননী সুরক্ষার টাকা নয়ছয় করা হচ্ছে। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা গ্রামের সরল সিধা মহিলাদের বোকা বানিয়ে নিজেদের পকেট ভরার দুর্নীতি চালাচ্ছে। ওই সমস্ত মহিলাদের নামে ভুয়া ১৪০০ টাকা নিয়ে খুব সামান্য পরিমান 'কাটমানি' ওই মহিলাদের দিয়ে বাকিটা স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা নিজেদের পকেটে ভরছে।

বিষয়টি সামনে আসে যখন বাদায়ুঁর আশা দেবী ৪ মাসে ৩ বার যোজনার টাকা তুলতে ব্যাঙ্কে যান। এবছর প্রথমবার ২৮ ফেব্রুয়ারি তিনি সন্তানের জন্ম দিয়েছেন বলে ব্যাঙ্কের চেক জমা দিয়ে টাকা তুলতে আসেন। একইভাবে একইকারণ মাচ মাসে এবং মে মাসের ২০ তারিখও আসেন। এর জেরে সন্দেহ হয় ব্যাঙ্ক আধিকারিকদের। এরপরই ব্যাঙ্কের তরফে স্বাস্থ্য দফতরকে খবর দেওয়া হয়।

এরপরেই স্বাস্থ্য দফতরের তরফে অডিটের জন্য আধিকারিকদের পাঠানো হয়। অডিটে এধরণের একাধিক ভুয়া গর্ভবতী মহিলার তথ্য সামনে আসে।

স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। ব্যাঙ্কের থেকেও রিপোর্ট চাওয়া হয়েছে। ওই রিপোর্ট এলেই অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। এই জননী সুরক্ষা যোজনা মা ও সন্তানের উন্নত স্বাস্থ্যের কথা মাথায় রেখে আনা হয়েছিল। এই যোজনার এভাবে অপব্যবহার করা হচ্ছে তা দুর্ভাগ্যজনক।

English summary
For dole, pregnant 5 times in 10 months
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X