For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার নমুনা পরীক্ষার জন্য পাঁচটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে খোলা হল বেসরকারি ল্যাব

করোনার নমুনা পরীক্ষার জন্য পাঁচটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে খোলা হল বেসরকারি ল্যাব

Google Oneindia Bengali News

নোভেল করোনা ভাইরাস যে ভাবে ভারতেও ছড়িয়ে পড়ছে তা নিয়ে বেশ আশঙ্কায় রয়েছে সরকার থেকে চিকিৎসামহল সকলে। প্রায়দিনই দেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশজুড়ে লকডাউন করে দেওয়া সত্ত্বেও মানুষের মন থেকে এই মারণ রোগ নিয়ে ভয় কাটানো যাচ্ছে না। সোমবার পাঁচটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ১২টি বেসরকারি গবেষণাগার খোলা হয়েছে, যেখানে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হবে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই গবেষণাগারের নাম ও ঠিকানা সমেত একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এই ১২টির মধ্যে পাঁচটি মহারাষ্ট্রে, হরিয়ানা ও তামিলনাড়ুতে ২টি করে ও একটি দিল্লি, গুজরাত ও কর্নাটকে।

এই বেসরকারি ল্যাবগুলিতে দেশজুড়ে ১৫ হাজার নমুনা পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে। দেখে নেওয়া যাক এই ল্যাবের নাম ও ঠিকানা।

দিল্লি

দিল্লি

লাল পথ ল্যাবস, রোহিনী ব্লক-ই, সেক্টর-১৮

গুজরাত

গুজরাত

উনিপথ স্পেশালিটি ল্যাবরটারি লিমিটেড, ১০২, সনোমা প্লাজা, বিপরীত পরিমল গার্ডেন, জেএমসি হাউসের পাশে, এলিসব্রিজ, আহমেদাবাদ।

হরিয়ানা

হরিয়ানা

১)‌ স্ট্যান্ডার্ড লাইফ সায়েন্স, এ-১৭, সেক্টর-৩৪, গুরুগ্রাম

২)‌ এসআরএল লিমিটেড, জিপি ২৬, সেক্টর-১৮, গুরুগ্রাম

কর্নাটক

কর্নাটক

নেউবার্গ আনন্দ রেফারেন্স ল্যাবোরটরি, আনন্দ টাওয়ার, ৫৪, বোরিং হসপিটাল রোড, বেঙ্গালুরু

মহারাষ্ট্র

মহারাষ্ট্র

১)‌ থাইরোকেয়ার টেকনোলজিস্ট লিমিটেড, ডি ৩৭/‌১, টিটিসি এমআইডিসি, তার্ভে, নবি মুম্বই

২)‌ সুবার্বান ডায়গনোস্টিক (‌ইন্ডিয়া)‌ প্রআইভেট লিমিটেড, সানসাইন বিল্ডিং, আন্ধেরি (‌পশ্চিম)‌, মুম্বই

৩)‌ মেট্রোপলিস হেল্‌থকেয়ার লিমিটেঞ, ইউনিট নং ৪০৯-৪১৬, চতুর্থ তল, কর্মাসিয়াল বিল্ডিং-১, কোহিনুর মল, মুম্বই

৪)‌ স্যার এইচ.‌এন রিলায়েন্স ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টার, মলেকিউলার মেডিসিন, রিলায়েন্স লাইফ সায়েন্স প্রাইভেট লিমিটেড, আর-২৮২, টিটিসি ইন্ডাস্ট্রিয়াল এলাকা, র‌্যাবেল, নবি মুম্বই

৫)‌ এসআরএল লিমিটেড, প্রাইম স্কোয়ার বিল্ডিং, প্লট নং-১, গাইওয়াডি ইন্ডাস্ট্রিয়াল এলাকা, এসভি রোড, গোরেগাঁও, মুম্বই

তামিলনাড়ু

তামিলনাড়ু

১)‌ ডিপার্টমেন্ট অফ ক্লিনিকাল ভায়রোলজি, জিএমসি, ভেলোর

২)‌ ডিপার্টমেন্ট অফ ল্যাবরোটরি সার্ভিস, অ্যাপোলো হাসপাতাল, চেন্নাই

করোনাকে হারাতে আক্রমণাত্মক হওয়ার বার্তা WHO প্রধানের, টানলেন ফুটবল ম্যাচের উদাহরণ!করোনাকে হারাতে আক্রমণাত্মক হওয়ার বার্তা WHO প্রধানের, টানলেন ফুটবল ম্যাচের উদাহরণ!

English summary
for corona sample test govt approved 12 private lab in 5 states and union territory
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X