করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে রেখে চিকিৎসার অভিনব পন্থা প্রাইভেট হাসপাতালগুলির, জানুন বিস্তারিত
করোনা রোগীদের ঘরে রেখেই চিকিৎসার বন্দোবস্ত শুরু করল একাধিক হাসপাতাল। এবার থেকে মেদান্ত, ম্যাক্সের মতো হাসপাতালগুলি করোনা রোগীদের ঘরে রেখে বিশেষ মেডিক্যাল প্যাকেজে তাঁদের চিকিৎসা করার ব্যবস্থা করেছে।

হোম আইসোলেশনে চিকিৎসা
হোম আইসোলেশনে রেখে রোগীদের বিশেষ ম্যাডিকেল প্যাকেজ দিতে চলেছে হাসপাতালগুলি. সেক্ষেত্রে রোগীদের পরীক্ষার জন্য প্রশিক্ষিত নার্স দিনে ২ বার আসবেন। টেলি কন্ফারেন্ের মাধ্যমে চিকিৎসক রোগীর সঙ্গে কথা বলবেন বলে জানা গিয়েছে।

আসবে মেডিক্যাল কিট
হাসপাতালগুলি জানিয়েছে, এক্ষেত্রে প্রতি ৩ দিনের মধ্যে টেলি রিভিউ হবে রোগীর। তা করবেন চিকিৎসক। বিশেষ একটি মেডিক্যাল কিট রোগীদের জন্য পাঠানো হবে। সেই মেডিক্যাল কিটে এন৯৫ মাস্ক, কোভিট টেস্ট কিট, স্যানিটাইজার, পাল্স অক্সিমিটার, ডিজিটাল থার্মোমিটার, ব্লাড প্রেশার মেশিন ও পিপিই কিট থাকবে।

কোন ক্ষেত্রে এমন চিকিৎসা পাবেন রোগী?
হাসপাতালগুলি জানিয়েছে, যদি দেখা যায় যে রোগীর করোনা হয়েছে এবং টেস্টিং এ তা মিলেছে। এমন রোগীর যদি উপসর্গ কোনও ভাবে কষ্টদায়ক না হয়, তাহলে তাঁকে বাড়িতে রেখে হাসপাতালগুলি চিকিৎসা করবে। ম্যাক্স হাসপাতালে ১০০ রোগীর মধ্যে ৯০ জনকেই এমন পরিষেবা দেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞরা কী বলছেন?
বিশেষজ্ঞরা বলছেন এমন ভাবে চিকিৎসা এক্কেবারই নতুন ভাবনা। তাঁরা এই চিকিৎসাকে স্বাগত জানিয়েছেন। তবে রোগীদের যাতে প্রতিদিন একজন নার্স দেখভাল করেন তার বন্দোবস্ত পোক্ত করার কথা বলা হয়েছে।

আশঙ্কা বাড়ছে ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে, সংক্রমণের হার ছাপিয়ে গেল জাতীয় গড়কেও