For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিলবে খাদ্য সুরক্ষা, কৃষক–হকারদের দেওয়া হবে আর্থিক সুবিধা: ‌সীতারমনের বৈঠকের পর মন্তব্য মোদীর

মিলবে খাদ্য সুরক্ষা, কৃষক–হকারদের দেওয়া হবে আর্থিক সুবিধা: ‌সীতারমনের বৈঠকের পর মন্তব্য মোদীর

Google Oneindia Bengali News

বুধবার ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণার পর বৃহস্পতিবার দ্বিতীয়বার বৈঠক করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন তিনি ছোট ব্যবসায়ী, কৃষক, পরিযায়ী শ্রমিক, স্ব–রোজগেরে মানুষদের জন্য কিছু আর্থিক সুবিধার কথা ঘোষণা করেন। এদিন সীতারমন জানান, খাদ্য সুরক্ষা বাড়ানোর পাশাপাশি কৃষক ও হকারদের আর্থিক সুবিধা দেওয়া হবে।

হকারদের দেওয়া হবে ঋণ

হকারদের দেওয়া হবে ঋণ

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‌আমাদের কৃষক ও পরিযায়ী শ্রমিকদের বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার লক্ষ্যেই নির্মলা সীতারমনের আজকের ঘোষণা ছিল। একগুচ্ছ এই ঘোষণার মধ্যে প্রগতিশীল পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে এবং খাদ্য সুরক্ষা বাড়ানোর পাশাপাশি কৃষক ও হকারদের আর্থিক সুবিধাও দেওয়া হবে।'‌ প্রসঙ্গত সীতারমন বৃহস্পতিবার হকার ও ফুটপাতের ব্যবসায়ীদের জন্য ঋনদান প্রকল্পের ঘোষণা করেন। এই প্রকল্পের আওতায় তাঁরা ১০ হাজার পর্যন্ত ঋণ নিতে পারবেন।

২ মাস বিনামূল্যে খাদ্যশষ্য সরবরাহ শ্রমিকদের

২ মাস বিনামূল্যে খাদ্যশষ্য সরবরাহ শ্রমিকদের

বিজেপি প্রধান জেপি নাড্ডা বলেন, ‘‌অর্থমন্ত্রীর এই ঘোষণা পরিযায়ী শ্রমিকদের খাদ্য সুরক্ষাকে নিশ্চিত করবে এবং কৃষি ও ছোট ব্যবসার ক্ষেত্রকে উৎসাহ দেবে।'‌ অর্থমন্ত্রী এদিন ঘোষণা করেছেন যে পরবর্তী দু'‌মাসের জন্য পরিযায়ী শ্রমিকদের বিনামূল্যে খাদ্যশষ্য সরবরাহ করা হবে। তিনি আরও বলেন, ‘‌সরকার দেশের প্রায় ৫০ লক্ষ হকারকে ৫ কোটি টাকার বিশেষ আর্থিক সুবিধা দিয়ে সহায়তা করবে।'‌

কৃষক ক্রেডিট কার্ড

কৃষক ক্রেডিট কার্ড

কৃষকদের জন্য এদিন সীতারমন জানিয়েছেন যে আড়াই কোটি কৃষককে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ছাড় সহ ২ লক্ষ টাকা ঋণ দেওয়া হবে। এ ছাড়া মৎস্যজীবী ও পশুপালনকারীদেরও কিষান ক্রেডিট কার্ডের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন নির্মলা সীতারামন।

শ্রমিকদের বাসস্থানের সুরাহা

শ্রমিকদের বাসস্থানের সুরাহা

বৃহস্পতিবারের বৈঠকে নির্মলা সীতারমন জানিয়েছেন যে পরিযায়ী শ্রমিকদের কাছে সবচেয়ে বড় সমস্যা হল ভিন রাজ্যে গিয়ে বেশি টাকা ভাড়ায় বাসস্থান। তাই শ্রমিকদের এই সমস্যা থেকে রেহাই দিতে সরকারের কোনও প্রকল্পে বাড়ি তৈরি করা হবে, যেখানে কম ভাড়ায় শ্রমিকরা থাকতে পারেন। পিপিপির মাধ্যমে এই বাড়িগুলি তৈরি হবে।

রাজ্যে বাড়ল কন্টেইনমেন্ট জোন, নতুন ২১-র তালিকায় সামিল উত্তর দিনাজপুররাজ্যে বাড়ল কন্টেইনমেন্ট জোন, নতুন ২১-র তালিকায় সামিল উত্তর দিনাজপুর

English summary
In this context, Prime Minister Narendra Modi said
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X