For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তেজস এক্সপ্রেসে 'ফুড পয়জনিং'-এ অসুস্থ ২০ জন, এই পদক্ষেপ নিল রেল

গোয়া থেকে মুম্বইগামী তেজস এক্সপ্রেসের খাবার খেয়ে অসুস্থ ২০ জন যাত্রী।

  • |
Google Oneindia Bengali News

গোয়া থেকে মুম্বইগামী তেজস এক্সপ্রেসের খাবার খেয়ে অসুস্থ ২০ জন যাত্রী। অসুস্থ যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রেনের খাবার খাওয়ার পরই কয়েকজন যাত্রী অসুস্থতা বোধ করতে শুরু করেন। তারপরই দেখা যায় ২০ জন যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে, ঘটনার কথা সামনে আসতেই সাময়িকভাবে বরখাস্ত করা হল আইআরসিটিসি -র আধিকারিক ও ক্যাটারিং ম্যানেজারকে।

দেশের দ্রুততম এই ট্রেনের খাবারে 'ফুড পয়জনিং', অসুস্থ ২০ জন

এর আগে, যাত্রীদের অসুস্থতার জেরে মহারাষ্ট্রের কঙ্কণ এলাার চিপুলনে ট্রেন দাঁড়িয়ে যায়। তখনই অসুস্থ যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত ওই যাত্রীদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তেজসের ৩০০ জন যাত্রীকে ব্রেকফাস্ট পরিবেশনের পরই , অনেকে অসুস্থ হতে শুরু করেন বলে খবর।

এরপর , ঘটনার কথা স্বীকার করে নেওয়া হয় রেলের তরফে। জানানো হয়েছে, কী থেকে এই ফুড পয়জনিং -এর মতো ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে। জানানো হয়েছে যদিন এ নিয়ে তদন্ত হবে, ততদিন ওই দুই রেলকর্মী বরখাস্ত থাকবেন সাময়িকভাবে। এছাড়াও রেলের তরফে অসুস্থ যাত্রীরা যাতে চিকিৎসা পান , তারও দেখাশোনা করা হয় বলে খবর।

English summary
More than 20 passengers of Goa-Mumbai Tejas Express were today admitted to hospital for food poisoning. The passengers complained of illness after eating the food served on the premium train Tejas Express.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X