For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাবধান! বেঙ্গালুরুর রাস্তায় যমরাজের হানা

বেঙ্গালুরু ট্রাফিক পুলিশ পথ নিরাপত্তা নিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের সচেতন করতে মৃত্যুর দেবতা যমরাজের চরিত্রকে ব্যবহার করছে।

Google Oneindia Bengali News

বেঙ্গালুরুর রাস্তা দিয়ে তীব্র গতিতে মাথায় হেলমেট ছাড়াই বাইক নিয়ে যাচ্ছিলেন এক যুবক। হঠাৎ পিছনে একটা গর্জন শুনে, ঘুরে তাকিয়েই ঘাবড়ে গেলেন। মাথায় সোনার মুকুট, গায়ে স্বর্ণবস্ত্র, হাতে সোনার গদা নিয়ে, তার দিকে ধেয়ে আসছেন স্বয়ং যমরাজ। থতমত খেয়ে দাঁড়াতেই, যমরাজ এগিয়ে এসে তাঁর হাতে ধরিয়ে দিলেন একটি গোলাপ ফুল। সঙ্গে কড়া সতর্কবার্তা, 'এবার ছেড়ে দিলাম। পরেরবার হেলমেট না পড়লে কিন্তু, সোজা সঙ্গে করে নিয়ে চলে যাব।'

সাবধান! বেঙ্গালুরুর রাস্তায় যমরাজের হানা

পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে এরকমই অভিনব পন্থা নিয়েছে বেঙ্গালুরুর হালাসুরু গেট ট্রাফিক পুলিশ। মঙ্গলবার সারাদিন ধরে এই দৃশ্য দেখা গিয়েছে। হেলমেট ছাড়া বাইক বা স্কুটার আরোহী দেখলে বা রং সাইড দিয়ে গাড়ি নিয়ে আসতে দেখলেই ট্রাফিক পুলিশের বদলে নিয়মভঙ্গকারীর দিকে গদা হাতে তেড়ে গিয়েছেন যমরাজই।

হালাসুরু গেট থানার এক পুলিশকর্মী জানিয়েছেন, পথ নিরাপত্তা মাস পালন করার জন্য তাঁরা গঙ্গাবতী থেকে এক অভিনেতাকে ভাড়া করেছেন। তিনিই মৃত্যুর দেবতা যমরাজ সেজে সচেতনতা প্রচারে মুখ্য ভূমিকা নিচ্ছেন।

সাবধান! বেঙ্গালুরুর রাস্তায় যমরাজের হানা

এতে কাজও হচ্ছে জব্বর। যাঁরা আইন ভাঙছেন তারাও স্বীকার করছেন, ট্রাফিক আইন না মানলে যমরাজ নিতে চলে আসবে, প্রচারের এই অভিনব ভাবনাটি অসাধারণ। তাঁরা খুশি মনেই মেনে নিচ্ছেন নিজেদের দোষ। আইন আর ভাঙবেন না, এই কথাও দিচ্ছেন যমরাজকে। অনেকে তো আবার গদাধারী যমের সঙ্গে সেলফিও তুলেছেন।

সাবধান! বেঙ্গালুরুর রাস্তায় যমরাজের হানা

এই অভিনব প্রচারের সঙ্গে সঙ্গে বেঙ্গালুরুর ট্রাফিক পুলিশ শহরের বিভিন্ন স্কুলে স্কুলে গিয়েও প্রচার চালাচ্ছেন। এক আধিকারিক জানিয়েছেন, ফত নিরাপত্তা নিয়ে তাদের বিভিন্ন ভিডিও-ও দেখানো হচ্ছে। তাঁরা আশা করছেন, শিশুদের মধ্যে সচেতনতা বাড়লে, তাদের তাড়নায় বড়রাও ট্রাফিক আইন মানবেন।

English summary
Bengaluru traffic police are using the Yamraj character, the god of death to aware the traffic offenders about the road safety.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X