For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আদানি গ্রুপের শেয়ার পতনেও নিয়ন্ত্রকদের স্বাধীনতা, আরবিআইয়ের বিবৃতি তুলে বার্তা সীতারমনের

গতকাল এ ব্যাপারে রিজার্ভ ব্যাঙ্ক বিবৃতি দিয়েছিল। তার আগে ব্যাঙ্ক, এলআইসি নিজেরাই বলেছে তাদের এক্সপোজারের মাত্রা কী!

  • |
Google Oneindia Bengali News

আদানি গ্রুপের শেয়ার পতনের কারণে পদে পদে প্রশ্নের মুখে পড়ছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। বর্তমান পরিস্থিতিতে আদানি স্টক ক্র্যাশ নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জনিয়েছে, নিয়ন্ত্রকরা তাদের কাজ করবে, সরকার সেখানে হস্তক্ষেপ করবে না। উল্লেখ্য, সম্র্ তি আদানি গ্রুপের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ ওঠে।

আদানি গ্রুপের বিরুদ্ধে ওঠা অভিযোগের ক্ষেত্রে নির্মলা সীতারামন জানিয়েছেন, সরকার নিয়ন্ত্রকদের তাদের কাজ করতে দেবে, কেননা স্টক মার্কেটে তা অভূতপূর্ব বিক্রির সূত্রপাত করেছে। মুম্বইয়ে তিনি জানান এ কথা। গতকাল এ ব্যাপারে রিজার্ভ ব্যাঙ্ক বিবৃতি দিয়েছিল। তার আগে ব্যাঙ্ক, এলআইসি নিজেরাই বলেছে তাদের এক্সপোজারের মাত্রা কী!

আদানি গ্রুপের শেয়ার পতনেও নিয়ন্ত্রকদের স্বাধীনতা কেন্দ্রের

এদিন অর্থমন্ত্রী বলেন, নিয়ন্ত্রকেরা সরকারের থেকে স্বাধীন। বাজারগুলিকে প্রাইম কন্ডিশনে নিয়ন্ত্রিত রাখরা জন্য যা উপযুক্ত তা করার জন্য তাদের নিজেদের উপর ছেড়ে দিতে হবে। ভারতীয় সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অর্থাৎ সেবি এই প্রধান শর্তটি অক্ষুণ্ণ রাখার কথা জানিয়েছে।

স্টক ক্র্যাশের পরিপ্রেক্ষিতে আদানি গ্রুপের নতুন শেয়ার বিক্রি বাতিল করা নিয়ে প্রশ্ন করা হয়েছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। তিনি সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেছেন, "এই দেশ থেকে কতবার এফপিও-গুলি অর্থাৎ ফলো অন পাবলিক অফারগুলি প্রত্যাহার করা হয়েছে। এর কারণে কি ভারতের ক্ষতি হয়েছে? পাল্টা সেই প্রশ্ন করেন অর্থমন্ত্রী।

এই বিষয়ে আরও বলা হয়েছে, মার্কিন শর্ট বিক্রেতা হিন্ডেনবার্গ রিসার্চ, য়া শেয়ারের পতনের উপর বাজি ধরে অর্থ উপার্জন করে। গত সপ্তাহে আদানি গ্রুপের বিরুদ্ধে ট্যাক্স হেভেন ও স্টক ম্যানিপুলেশনেকর অনুপযুক্ত ব্যবহার অবং উচ্চ ঋণের মাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারা।

এদিকে আদানি গোষ্ঠী তাদের বিরুদ্ধে ওঠা হিন্ডেনবার্গের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। শর্ট বিক্রেতা হিন্ডেনবার্গের স্টক ম্যানিপুলেশনের অভিযোগের কোনও ভিত্তি নেই। হিন্ডেনবার্গের রিপোর্ট আদানি গ্রুপের সাতটি তালিকাভুক্ত কোম্পানির স্টক সম্মিলিতভবাে ১০০ বিলিয়ন বা তাদের বাজদার মূল্যের প্রায় অর্ধেক হয়ে গিয়েছে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এদিন এই প্রসঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের বিবৃতি তুলে ধরে বলেন, আদানি স্টকগুলির পতনের পরও ভারতীয় ব্যাঙ্কগুলির ঝুঁকি নিযে উদ্বেগের মধ্যে দেশের ব্যাঙ্কিং ব্যবস্থা স্থিতিস্থাপক এবং স্থিতিশীল রয়েছে। আদানি গোষ্ঠীর নাম না নিয়ে আরবিআই জানিয়েছিল দেশের ব্যাঙ্কিং ব্যবস্থা সজাগ রয়েছে। ভারতীয় ব্যাঙ্কিং সেক্টরের স্থিতিশীলতার উপর নজরদারি চালিয়ে যাচ্ছে।

আদানি গোষ্ঠীর স্টকগুলির পতনের পর সরকার বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে। তা নিয়ে সংসদে আলোচনার হয়েছে উচ্চমার্গে। বাজেট অধিবেশনের মাঝেই বিক্ষোভ দেখিয়েচেন বিরোধী সাংসদরা।

English summary
FM Nirmala Sitharaman says central government will let the regulators despite of Adani stock crash.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X