
নারীদের জন্য বাজেটে কী বিশেষ ঘোষণা করলেন নির্মলা সীতারমন?
প্রথম মহিলা অর্থমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। তার পরেই নির্মলা সীতারামন। তবে একক ভাবে অর্থমন্ত্রকের দায়িত্বে তিনিই প্রথম বলা চলে। মহিলা অর্থমন্ত্রী হয়ে বাজেট পেশ করছেন আর দেশের নারীশক্তির জন্য বিশেষ কিছু থাকবে না এটা কী হয়। প্রত্যামতই দেশের নারী কল্যাণে বার্তা দিলেন নির্মলা। বললেন, 'নারী তু নারায়ণী'। দেশের উন্নযঁ এবং অগ্রগতিতে নারীও সমান অংশিদার দাবি করে নির্মালা বলেছেন, দেশে অগ্রগতিতে মেয়েদেরও সমানভাবে অংশ নিতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য মোদী -টু সরকারের কিন্তু মহিলা জনপ্রতিনিধির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। সেকারণেই এনডিএ-র নেতা নির্বাচিত হওয়ার দিন নরেন্দ্র মোদী বিশেষ করে ধন্যবাদ জানিয়েছিলেন মহিলা ভোটারদের। তারপরেই নির্মলা সীতারামনকে অর্থমন্ত্রীর পদ দেন তিনি।
একক অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করে আগে নারী কল্যাণের বিষয়টি উল্লেখ করেছেন নির্মলা সীতারামন। মহিলা উদ্যোগপতিদের স্বাগত জানাতে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সুদ ভর্তুকি প্রকল্প ঘোষণা করেছেন তিনি। সব রাজ্যের জেলায় জেলায় এই প্রকল্প চালু করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
এই প্রকল্পে প্রতিটি স্বনির্ভর গোষ্ঠী থেকে একজন করে মহিলা মুদ্রা যোজনার আওতায় ১ লাখ টাকা করে ঋণ পাবেন। এদিন বাজেট বক্তব্য পেশের সময় নারীর ক্ষমতায়নের সঙ্গে পাখির উড়ান ক্ষমতাকে তুলনা টানেন নির্মলা সীতারমণ। বলেন, "একটি ডানা নিয়ে কোনও পাখি-ই উড়তে পারে না।" মহিলাদের নেতৃত্বদান প্রসঙ্গে এবার লোকসভায় ৭৮ জন মহিলা সাংসদের উপস্থিতির কথাও উল্লেখ করেন তিনি। এই প্রকল্পের আওতায় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা জনধন যোজনার আওতায় ৫০০০ টাকা করে পাবেন।
এছাড়াও মূদ্রা যোজনায় ১ লাখ টাকা করে ঋণ পাবেন মহিলারা। বিজেপি তাদের নির্বাচনী ইস্তেহারে ৫০ লাখ টাকা করে মহিলা উদ্যোগপতিদের বিনা সুদে ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছিল। এছাড়া উজালা প্রকল্পে ৮ কোটি মহিলাকে গ্যাসের কানেকশন দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।