For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সাংবাদিক সম্মেলন, দিওয়ালির আগে বড় ঘোষণা

  • |
Google Oneindia Bengali News

দেশে করোনাকালে একের পর অক স্টিমুলাস প্যাকেজ অর্থমন্ত্রকের তরফে দেওয়া হয়েছে। করোনার জেরে ধসে পড়া ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করতে এমন স্টিমুলাস প্যাকেজ নির্মলা সীতারমনের মন্ত্রক এনেছে। এদিকে, দিওয়ালির আগে আরও এক স্টিমুলাস প্যাকেজ নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এদিন বক্তব্য রাখছেন। দিল্লি থেকে সরাসরি এই বক্তব্য তিনি রাখতে চলেছেন। মূলত, এই স্টিমুলা প্যাকেজ এবার কর্মসংস্থান, পরিকাঠামো গঠনের দিকে নজর রেখেই সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে ৫০ টি পরিকাঠামোগত প্রজেক্ট সরকার বেছে নিয়েছে বলে খবর।

LIVE অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সাংবাদিক সম্মেলন, দিওয়ালির আগে বড় ঘোষণার অপেক্ষা

Newest First Oldest First
2:38 PM, 12 Nov

১০,২০০ কোটি টাকার অ্যডিশনাল বাজেট আউটলে সম্পর্কে ঘোষণা।
2:31 PM, 12 Nov

৯ হাজার কোটি টাকা বরাদ্দ হল কোভিড ভ্যাকসিন গবেষণার জন্য।এই টাকা ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির কাছে যাচ্ছে। জানলেন নির্মলা সীতারমন।
2:26 PM, 12 Nov

রপ্তানী ক্ষেত্রকে চাঙ্গা করতে নয়া উদ্য়োগ অর্থমন্ত্রকের।
2:24 PM, 12 Nov

অসংগঠিত ক্ষেত্রে ১০ হাজার কোটি টাকার ফান্ড।
2:24 PM, 12 Nov

১০ হাজার কোটির বরাদ্দ গ্রামীণ অর্থব্যবস্থা মজবুত করতে।
2:20 PM, 12 Nov

যাতে কৃষকদের হাতে সারের যোগান না কেম , তার জন্য এমন ব্যবস্থা। জানালেন নির্মলা সীতারমন।
2:19 PM, 12 Nov

কৃষকদের জন্য ৬৫ হাজার কোটির ফার্টিলাইজার ভর্তুকি র ঘোষণা সরকারের।
2:16 PM, 12 Nov

৬হাজার কোটির ইক্যুইটি ইনফিউশনের ঘোষণা সরকারের । এর হাত ধরে এনআইএর ১ লাখ প্রজেক্ট দেশে তৈরি হবে। জানাল সরকার।
2:15 PM, 12 Nov

পরিকাঠামো গঠনে ব্যাপক উদ্যোগ। ৬হাজার কোটির ইক্যুইটি ইনফিউশনের ঘোষণা সরকারের।
2:08 PM, 12 Nov

বিল্ডিং কন্ট্রাক্টার্সদের জন্য পারফরমেন্স সিকিউরিটি ৩ শতাংশ কমানো হচ্ছে।
2:03 PM, 12 Nov

সমস্ত দরিদ্রদের কাছে মাথার ছাদ তুলে দিতে পিএম আবাস যোজনা চালু করা হচ্ছে।
2:00 PM, 12 Nov

আনা হল পিএম আবাস যোজনা।
1:58 PM, 12 Nov

ওষুধ তৈরির সেক্টরে যাতে ঘরোয়া উপাদান সঙ্গে রাখা যায়, তার জন্য ওষুধ সহায়ক ঘরোয়া উৎপাদন বাড়ানোর উদ্য়োগ নিচ্ছে সরকার।
1:57 PM, 12 Nov

উৎপাদন ক্ষেত্রে জোয়ার আনতে ১,৪৬ হাজার কোটির ইনসেনটিভ ঘোষিত। এর আগে ৩ ক্ষেত্রে এমন স্কিম ছিল।
1:54 PM, 12 Nov

নতুন ইসিও স্টিমুলাস ঘোষিত হল অর্থমন্ত্রকের হাত ধরে।
1:50 PM, 12 Nov

ক্রেডিট গ্যারান্টি সাপোর্ট রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে র জন্য যারা অতিমারীতে বিপন্ন। ২২ টি এমন ক্ষেত্রে চিহ্নিত করা হয়েছে।
1:50 PM, 12 Nov

ইমার্জেন্সি ক্রেডিটলাইন গ্য়ারান্টি স্কিমের মেয়াদ মার্চ ২০২১ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল।
1:48 PM, 12 Nov

রোজগার যোজনা থেকে ৬৫ শতাংশ সংগঠিত ক্ষেত্র লাভবান হবে।
1:46 PM, 12 Nov

যোজনা সম্পর্কে একাধিক তথ্যের খতিয়ান এদিন দেন নির্মলা সীতারমন।
1:45 PM, 12 Nov

মাসিক ১৫ হাজার টাকার নিচে যাঁদের পারিশ্রমিক ,তাঁরা যদি ইপিএফওতে নতুন রেজিস্টার হন, তাহলে এই সুবিধা পাবেন।
1:44 PM, 12 Nov

নতুন কর্মীরা আগামী ২ বছরের জন্য এই স্কিমের সুবিধা পাবেন।
1:44 PM, 12 Nov

যাঁরা ১ মার্চ ২০২০ থেকে ১ সেপ্টেম্বর ২০২০ এর মধ্যে চাকরি হারিয়েছেন, তাঁরা এই স্কিমের আওতায় লাভ পাবেন।১ অক্টোবর থেকে এই স্কিম কার্যকর হবে।
1:42 PM, 12 Nov

লকডাউনের জেরে কাজ হারানো মানুষদের কথা ভেবে অর্থমন্ত্রকের রোজগার স্কিম।
1:42 PM, 12 Nov

রোজগার যোজনা ১ অক্টোবর থেকে লাগু হয়েছে।
1:41 PM, 12 Nov

অসংগঠিত ক্ষেত্রেকে সংগঠিত ক্ষেত্রে এনে রোজগার দেশে বাড়ানোর পথে হাঁটছে সরকার। বললেন অর্থমন্ত্রী।
1:40 PM, 12 Nov

আত্মনির্ভর রোজগার যোগানার হাত ধরে একাধিক সুবিধার ঘোষণা নির্মলার।
1:39 PM, 12 Nov

আত্মনির্ভর রোজগার যোজনা আনল নির্মলার অর্থমন্ত্রক।
1:37 PM, 12 Nov

নির্মলা সীতারমন জানান, ইমার্জেন্সি ক্রেডিট লিকুইডিটি গ্যারান্টি স্কিমের আওতায় ২.০৫ লাখ কোটি টাকা অনুমোদিত ৬১ লাখ জন বরোয়ারের জন্য।
1:31 PM, 12 Nov

এদিন নির্মলা সীতারমন বলেন, মুডিজের তরফে যে নয়া পরিসংখ্যান দেওয়া হয়েছে।চলতি বছর অর্থনীতি ৯.৬ শতাংশ সংকুচিত হবে বলে জানানো হয় আগে। বর্তমানে তা ৮.৯ শতাংশ হয়েছে।
1:29 PM, 12 Nov

আত্মনির্ভর ভারত ২.০:এসবিআইয়ের হাত ধরে উৎসব কার্ড এসেছে, এলটিসি নিয়েও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বললেন নির্মলা সীতারমন।
READ MORE

English summary
FM Nirmala Sitharaman Press Meet Live Updates In Bengali on stimulus package before Diwali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X