For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লক্ষ্য সংযুক্তিকরণ, বাজেটে রাষ্ট্রয়ত্ত বিমা সংস্থায় বিপুল মূলধনের যোগান নিয়ে জল্পনা তুঙ্গে

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাধারণ বাজেটে দ্বিতীয় দফার মূলধনের যোগান দেওয়ার কথা ঘোষণা করতে পারেন সরকারি ক্ষেত্রের সাধারণ বিমা কোম্পানিগুলির জন্য।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাধারণ বাজেটে দ্বিতীয় দফার মূলধনের যোগান দেওয়ার কথা ঘোষণা করতে পারেন সরকারি ক্ষেত্রের সাধারণ বিমা কোম্পানিগুলির জন্য। সরকার গতমাসে ২০১৯-২০২০ সালের জন্য ন্যাশনাল ইনসিওরেন্স, ওরিয়েন্টাল ইনসিওরেন্স এবং ইউনাইটেড ইন্ডিয়া ইনসিওরেন্সের জন্য ২৫০০ কোটি টাকার যএাগান দিয়েছিল।

লক্ষ্য সংযুক্তিকরণ, বাজেটে রাষ্ট্রয়ত্ত বিমা সংস্থায় বিপুল মূলধনের যোগান নিয়ে জল্পনা তুঙ্গে

সূত্রের খবর অনুযায়ী এই কোম্পানিগুলির অতিরিক্ত ১০ থেকে ১২ হাজার কোটি টাকা মূলধনের প্রয়োজন রয়েছে। সূত্রের আর দাবি, ২০২০-২১ সালের বাজেট পেশের দিন অর্থাৎ ১ ফেব্রুয়ারি এব্যাপারে ঘোষণা করা হতে পারে। এই টাকার যোগান হলে কোম্পানিগুলির আর্থিক স্বাস্থ্যই শুধু উন্নত হবে না, ২০১৮-১৯ সালে ঘোষিত সংযুক্তিকরণের পথকেও ত্বরান্বিত করবে।

২০১৮-১৯ সালের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী অরুণ জেটলি ঘোষণা করেছিলেন এই তিন কোম্পানিতে সংযুক্তির মাধ্যমে একটি কোম্পানি তৈরি করা হবে। কিন্তু বিভিন্ন কারণে এই সংযুক্তিকরণ সম্পন্ন হয়নি। যার মধ্যে অন্যতম কারণ ছিল কোম্পানিগুলির খারাপ আর্থিক অবস্থা।

সূত্রের খবর অনুযায়ী, সংযুক্তির পরে ব্রাউর্সে তালিকাভুক্ত হবে।

প্রাথমিক হিসেবে দেখা গিয়েছিল, তিন কোম্পানির সম্মিলিন মূলধনে তা দেশে সব থেকে বড় নন লাইফ ইনসিওরেন্স কোম্পানিতে পরিণত হবে। যার মূলধন হবে ১.২-১.৫ লক্ষ কোটি টাকা। ২০১৭-র ৩১ মার্চে তিন কোম্পানির সম্মিলিত বিমা পণ্যের সংখ্যা ছিল ২০০-র বেশি। প্রিমিয়াম ছিল ৪১,৪৬১ কোটি টাকা আর বাজারে অংশিদারিত্ব ছিল ৩৫ শতাংশের মতো।

তিন কোম্পানির যৌথ সম্পদের পরিমাণ ছিল ৯,২৪৩ কোটি টাকা। মোট কর্মচারীর সংখ্যা ৪৪ হাজার আর অফিসের সংখ্যা ৬ হাজার।

২০১৭ সালে নিউ ইন্ডিয়া অ্যাসিউর্যান্স কোম্পানি এবং জেনারেল ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ব্রাউর্সে নথিভুক্ত হয়েছিল।

English summary
FM Nirmala Sitharaman may announce capital infusion for public sector General Insurance Companies
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X